৫০ বছর পূর্তিতে রুনা লায়লা
সংগীতাঙ্গনে অর্ধশত বছর পূর্ণ করেছেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। তার ক্যারিয়ারের অর্ধশত বছর পূর্তি উপলক্ষে ১০ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেইমে আয়োজন করা হয়েছে এক বিশেষ কনসার্ট। `গোল্ডেন জুবিলি সেলিব্রেশন অব রুনা লায়লা` শীর্ষক এ কনসার্টে রুনা লায়লা তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন।
অন্তরঙ্গ এন্টারটেইনমেন্টের আয়োজনে এ কনসার্টে রুনা লায়লার সঙ্গে আরো গাইবেন ভারতীয় কণ্ঠশিল্পী কেকে। এ ছাড়া এ অনুষ্ঠানে অংশ নেবেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ। জানা গেছে, কনসার্টের টিকিট শিগগিরই ছাড়া হবে।
এদিকে, দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে দেশ-বিদেশ থেকে অসংখ্য পুরস্কার-সম্মাননা পেয়েছেন কিংবদন্তি এই কণ্ঠশিল্পী। রুনা লায়লার এ সাফল্যের মুকুটে এবার আরেকটি পালক যুক্ত হচ্ছে। বুধবার কলকাতার নজরুল মঞ্চে তার হাতে তুলে দেয়া হবে `রেডিও মিরচি মিউজিক অ্যাওয়ার্ডস`। বিশ্ব-সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেয়া হচ্ছে। পুরস্কার গ্রহণের পাশাপাশি ওই অনুষ্ঠানে তিনি গানও পরিবেশন করবেন। এজন্য আজ তিনি কলকাতা যাচ্ছেন।
এইচএন/আরআইপি