সভাপতি ও মহাসচিব পদে লড়বেন আমজাদ-রাজু


প্রকাশিত: ০১:১১ পিএম, ০১ নভেম্বর ২০১৬

চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন এবং জাকির হোসেন রাজু দু’জনেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা। আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে লড়বেন গুণী এই দুই নির্মাতা।

তাদের মধ্যে সভাপতি পদে লড়বেন আমজাদ হোসেন এবং মহাসচিব পদে লড়বেন জাকির হোসেন রাজু। নির্বাচনকে ঘিরে তৈরি হচ্ছে দুটি প্যানেল। গুণী এই দুই নির্মাতা একই প্যানেলে থাকছেন বলে জানা গেছে।

জাকির হোসেন রাজু  বলেন, ‘পরিচালক সমিতির নির্বাচনে মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করবো এ সিদ্ধান্ত চূড়ান্ত। আমাদের প্যানেলের সভাপতি পদে লড়বেন আমজাদ হোসেন। কিছুদিনের মধ্যেই বাকি সদস্যদের নাম জানানো হবে।’

সংগঠনটির ২০১৫-১৬ সালের কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ ডিসেম্বর।
 
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পরিচালক সমিতির ২০১৭-১৮ সালের দ্বিবার্ষিক নির্বাচন। নির্বাচন সামনে রেখে পরিচালক সমিতি থেকে গঠন করা হয়েছে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন এফডিসির মহাপরিচালক হারুন-উর-রশিদ। এছাড়া বাকি দুজন সদস্য হলেন শফিকুর রহমান ও বি এইচ নিশান।

৩০ নভেম্বর পরিচালক সমিতির সদস্যদের চাঁদা দেয়ার শেষ তারিখ। ৩ ডিসেম্বর হবে ভোটার তালিকা সংশোধন। ৪ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৫ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৮ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই শেষে খসড়া তালিকা প্রকাশ ১০ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১১ ডিসেম্বর।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বর্তমান সভাপতি চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, সহ-সভাপতি সোহানুর রহমান সোহান, মহাসচিব মুশফিকুর রহমান গুলজার এবং যুগ্ম মহাসচিব এসএ হক অলিক। এছাড়া আরো কয়েকজন কার্যনির্বাহী সদস্য রয়েছেন।

এনই/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।