বিবাহবার্ষিকীতেই বিয়ের খবর


প্রকাশিত: ০১:৪২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

হঠাৎ করেই ১৫ ফেব্রুয়ারি একটি স্ট্যাটাস দিয়ে ফেসবুকে হইচই ফেলে দিয়েছেন চিত্রনায়ক ইমন। ওইদিন ছিল তার ষষ্ঠ বিবাহবার্ষিকী।

ইমন ফেসবুকে তাঁর স্ত্রী আয়শা ইসলামের সঙ্গে তোলা একটি সেলফি প্রকাশ করেন রবিবার। ছবির নিচে ইংরেজিতে লেখা ছিল, বিবাহবার্ষিকীর শুভেচ্ছা।

ইমন জানান, ২০০৯ সালের ১৫ ফেব্রুয়ারি বিয়ে করেন তারা। প্রেমের সম্পর্ক থাকলেও পারিবারিকভাবেই সেদিন দুজনের বিয়ে হয়। অর্থাৎ সাত বছর আগে বিয়ে করলেও এ খবরটি এত দিন আড়ালেই রাখেন তিনি।

এতদিন বিয়ের খবর গোপন রাখার কারণ জানতে চাইলে ইমন বলেন, ‘আসলে তখন কেবল চলচ্চিত্রে কাজ করতে শুরু করেছি। বিয়ের খবর প্রকাশ করলে ক্যারিয়ারের জন্য ক্ষতি হতে পারে, তাই ক্যারিয়ারের কথা ভেবেই বিয়ের খবর গোপন রেখেছি।

ইমন বর্তমানে বান্দরবানে পদ্মপাতার জল ছবির শ্যুটিংয়ে আছেন। তিনি ২০ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবেন।

ইমন বলেন, ‘আমি সবার কাছে দোয়া চাই। আমাদের জীবন যেন সুন্দরভাবে কাটে।’

আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।