রংপুর রাইডার্সের সঙ্গী জাজ মাল্টিমিডিয়া


প্রকাশিত: ০২:৫৪ পিএম, ৩১ অক্টোবর ২০১৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) হট ফেভারিট দল রংপুর রাইডার্সের সঙ্গী হলো দেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী রংপুর রাইডার্সের স্পন্সর হলো জাজ মাল্টিমিডিয়া।

চুক্তি স্বাক্ষর শেষে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, আমরা রংপুর রাইডার্সের সঙ্গী হতে পেরে আনন্দিত। আশা করছি দলটি এবার জয় ছিনিয়ে আনবে।

রংপুরের হয়ে জাজ মাল্টিমিডিয়া এবার খেলার মাঠে থাকবে বলেও জানান তিনি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাজের কর্ণধার আবদুল আজিজ ছাড়াও রংপুর রাইডার্সের পরিচালক সৈয়দ ইয়াসির আলম, প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েত আহমেদ পলক, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, চিত্র পরিচালক জাকির হোসেন রাজু, নাসির উদ্দিন দিলু, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, ক্রিকেটার নাঈম ইসলাম, রুবেল হোসেন, জিয়াউর রহমান, ইয়াসিন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এনই/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।