নতুন ধারাবাহিকে তাসনোভা এলভিন


প্রকাশিত: ১২:২৫ পিএম, ৩১ অক্টোবর ২০১৬

মডেল অভিনেত্রী তাসনোভা এলভিন অভিনীত চারটি ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারে আছে। সম্প্রতি তিনি আরো একটি নতুন ধারাবাহিকে কাজ করলেন। নাটকের নাম প্রাথমিকভাবে রাখা হয়েছে ‘কাণ্ড কারখানা’। তবে নাম আগামীতে পরিবর্তন হতে পারে।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল। নাটকে এলভিনের বিপরীতে রয়েছেন মিশু সাব্বির। এছাড়া আরো অভিনয় করেছেন মনিরা মিঠু, সিদ্দিকুর রহমান, ফারুক আহমেদ, জিল্লুর রহমান, শামীম সরকার প্রমুখ।

এলভিন জাগো নিউজকে বলেন, ‘নাটকে আমার চরিত্রটা অনেক মজার। এখানে আমি মিশু সাব্বিরের প্রেমিকা। যাকে আমি সবসময় নাকি দড়ি দিয়ে ঘুরানোর মত অবস্থায় রাখি। সে পরীক্ষায় বারবার ফেল করে। আর আমি তার সঙ্গে বারবার ব্রেকআপ করি। কিন্তু সে আমার পিছু ছাড়ে না। এর মধ্যেই অনেক মজার মজার ব্যাপার ঘটতে থাকে।’

তিনি বলেন, ‘রুমেল ভাই অনেক পছন্দের একজন নির্মাতা। তিনি অনেকদিন পর আবারো সিরিয়াল নির্মাণ করছেন। তার নির্দেশনায় কাজ করতে খুবই ভালো লাগছে। সবমিলিয়ে আশা করছি সকলের কাছে নাটকটি ভালো লাগবে।’

এর মধ্যেই এই নাটকে তিনদিনের শুটিং করেছেন এলভিন। আগামী ১৪ নভেম্বর থেকে প্রতি রবি-সোমবার রাত ৯টা ৩০ মিনিটে নাটকটি চ্যানেল আইতে প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

এদিকে, এলভিন অভিনীত আরো কিছু নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারে আছে। এর মধ্যে রয়েছে মাছরাঙা টিভিতে ‘নয় ছয়’, এসএ টিভিতে ‘ব্যাকবেঞ্চারস’, এনটিএন বাংলায় ‘শূন্যতা’ ইত্যাদি।

আগামী ৭ নভেম্বর জাহিদ হাসানের বিপরীতে নতুন একটি এক ঘণ্টার নাটকে কাজ করবেন বলে জানান এলভিন। এছাড়া আগামী ভালোবাসা দিবস উপলক্ষে বেশ কিছু নাটকে কাজের কথা চলছে তার।     

এনই/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।