গিনেস বুকে পিকোতারার পাইনঅ্যাপল পেন!


প্রকাশিত: ১০:৫৬ এএম, ৩১ অক্টোবর ২০১৬

কে ভেবেছিলো মজার ছলে বানানো ৪৫ সেকেন্ডের গানটি নাম লেখাবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের পাতায়! হয়তোবা গানটির জাপানি শিল্পী পিকোতারা নিজেও ভাবেননি এতো বড় সম্মান অপেক্ষা করছে তার জন্য।

গেল শুক্রবার জাপানের টোকিও শহরে এক জাঁমকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে পিকোতারোর হাতে এই সম্মাননা তুলে দেন গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ। জাপানি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে জানা যায়, গেল মাসে ইন্টারনেটে মুক্তি পেয়েছিলো পিকোতারোর একটি কমেডি ঘরনার গান ‘পিপিএপ’ বাঁ ‘পেন পাইনঅ্যাপেল পেন’ শিরোনামে।

প্রকাশের পরপরই গানটি ভাইরাল হয়ে পড়ে ইন্টারনেট জুড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত গানটি ইউটিউবে মোট ৬৫ মিলিয়ন বার দেখা হয়েছে।

এছাড়াও এই গানটি দিয়ে ২৬ বছর পর এই প্রথম কোনো জাপানি গান আমেরিকান বিলবোর্ডের সেরা দশের তালিকায় জায়গা করে নিয়েছেন। তবে সবচেয়ে স্বল্পদৈর্ঘ্যের গান হিসেবে বিশ্বের সেরা ১০০টি গানের তালিকায় স্থান করে নেয়ার স্বীকৃতিস্বরূপ গিনেস কর্তৃপক্ষ গানটিকে তাদের রেকর্ড বুকে ঠাঁই দিতে চলেছে।

ভিডিওতে দেখুন গানটি :


আরএএইচ/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।