বাংলাদেশের ছবিতে এবার কলকাতার শাশ্বত


প্রকাশিত: ০৯:১৪ এএম, ৩১ অক্টোবর ২০১৬

কলকাতার অনেক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীই বাংলাদেশি ছবিতে অভিনয় করছেন আজকাল নিয়মিতই। এবার সে তালিকায় যুক্ত হচ্ছেন দুই বাংলাতেই তুমুল জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।

জানা গেছে, ‘রোহিঙ্গা’ নামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এটি পরিচালনা করবেন অহিদুজ্জামান ডায়মন্ড; যিনি গঙ্গাযাত্রা, অন্তর্ধান ছবির নির্মাতা। ছবিতে শাশ্বতের অভিনয় করার বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক ডায়মন্ড।

তিনি বলেন, ‘ছবির গল্প নির্ধারণ করার সময় শাশ্বত চট্টোপাধ্যায়ের কথা ভেবেছিলাম। কলকাতায় তার সঙ্গে আলাপ করার পর গল্পটি তিনি পছন্দ করেন। পছন্দের অভিনয়শিল্পী রাজি হওয়ায় কাজটা আরেকটু সহজ হয়ে গেল আমার জন্য। সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিলেই ছবির কাজ শুরু হবে। তখন তিনি বাংলাদেশে আসবেন।’

পরিচালক জানান, ‘টেকনাফ ও কক্সবাজারের সীমান্তবর্তী এলাকায় রোহিঙ্গা চলচ্চিত্রের দৃশ্য ধারণ হবে। রোহিঙ্গা ইস্যু এখন বিশ্বের বড় একটি ক্রাইসিস। মিয়ানমারের রোহিঙ্গাদের নিয়ে এখন জাতিসংঘ কথা বলছে। এ নিয়ে চলচ্চিত্র তৈরির ব্যাপারে কিছুদিন ধরেই ভাবছিলাম। সেই চিন্তার প্রতিফল ঘটতে যাচ্ছে এবার।’

প্রসঙ্গত, শাশ্বত চট্টোপাধ্যায় কলকাতার ব্যস্ত একজন অভিনেতা। মঞ্চ দিয়ে অভিনয়ের যাত্রা শুরু হলেও এখন তিনি পুরোদস্তুর চলচ্চিত্রের মানুষ। সত্যজিৎ রায়ের জনপ্রিয় চরিত্র ‘ফেলুদা’ নিয়ে নির্মিত ছবিতে তোপসে চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় আসেন।

সাম্প্রতিককালে ‘কাহানি’, ‘ব্যোমকেশ বকশী’, ‘সিও স্যার’, ‘মেঘে ঢাকা তারা’, ‘বাড়ি তার বাংলা’, ‘মায়ের বিয়ে’, ‘এবার শবর’, ‘বঙ্কু বাবু’ ‘আলাদীনের আশ্চর্য প্রদীপ’, ‘হারকিউলিস’ ইত্যাদি ছবিগুলোতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

সম্প্রতি তিনি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গোয়েন্দা উপন্যাস অবলম্বনে নির্মিত অরিন্দম শীলের ছবি ‘ঈগলের চোখ’- এ বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে অভিনয় করেছেন।

Indian Saswata works on Bangladeshi film

এনই/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।