আরএফএলের নতুন দুই বিজ্ঞাপনে আইরিন


প্রকাশিত: ০৮:২০ এএম, ২৭ অক্টোবর ২০১৬

দেশের শীর্ষ বিপণন প্রতিষ্ঠান আরএফএলের নতুন দুটি বিজ্ঞাপনে কাজ করলেন মডেল-অভিনেত্রী আইরিন আফরোজ। চলতি সপ্তাহে বিজ্ঞাপন দুটির নির্মাণকাজ শেষ হয়েছে।

গত ২৫ অক্টোবর বন্দর নগরী চট্টগ্রামে আরএফএল ওয়ান টাইম ডিক্সপো এবং ২৬ অক্টোবর গাজীপুরে আরএফএলের ‘ইতালিয়ানো ম্যালামাইন’র বিজ্ঞাপনচিত্রের চিত্রায়ণ হয়েছে। বিজ্ঞাপন দুটি নির্মাণ করেছেন নাফিজ রেজা এবং হাসান  তৌফিক অঙ্কুর। শিগগিরই দুটি বিজ্ঞাপন প্রচারে আসবে।     

আইরিন বলেন, ‘খুব ভালো লেগেছে কাজ দুটি করে। যদিও চট্টগ্রাম-ঢাকা জার্নিতে কিছুটা ক্লান্তি এসেছে এবং আবহাওয়ার গড়মিল ছিলো। তারপরও কাজ দুটি ভালো হয়েছে। আর আমি এর আগেও প্রাণ-আরএফএলের বেশকিছু বিজ্ঞাপনে কাজ করেছি। আশা করছি, এবারের টিভিসিগুলোও আলোচনায় আসবে।’

দুটি বিজ্ঞাপনের কাজ শেষে বৃহস্পতিবার ভিশন ইলেক্ট্রনিকসের একটি ফটোশুটে অংশ নিচ্ছেন আইরিন। এছাড়া বর্তমানে বেশ কিছু এক ঘণ্টার নাটক ও ধারাবাহিকে কাজ করছেন তিনি।

এনই/এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।