অতিথি হিসেবে মীরাক্কেলে শাকিব খান


প্রকাশিত: ০৮:১৭ এএম, ০৬ আগস্ট ২০১৪

জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৮’ এ অতিথি হিসেবে হাজির হচ্ছেন ঢালিউডের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। অনুষ্ঠানটিতে যোগ দিতে এরই মধ্যে কলকাতায় পৌছেছেন তিনি।

গত ৪ আগস্ট কলকাতার উদ্দেশ্যে রওনা দেন শাকিব। জানা গেছে, তার প্রযোজিত দ্বিতীয় ছবির অভিনয়শিল্পী নির্বাচনের জন্যই তার এই সফর। এর ফাঁকে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ অনুষ্ঠানের কাজ করবেন।

ওপার বাংলায় যাওয়ার আগে শাকিব  বলেছেন, ‘মীরাক্কেলে কলকাতার পাশাপাশি বাংলাদেশের প্রতিযোগীরাও অংশ নিচ্ছেন। তাই এ অনুষ্ঠানের নির্মাতা শুভঙ্কর চট্টোপাধ্যায় ও উপস্থাপক মীরের কাছ থেকে আমন্ত্রণ পেয়ে ভালো লেগেছে।’

তিনি আরও জানান, কলকাতা থেকে ফিরে এসে আনুষ্ঠানিকভাবে তার প্রযোজিত দ্বিতীয় ছবির ঘোষনা দেবেন। শোনা যাচ্ছে, এটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।