বিশ্বকাপে বিশ্বমাতে উপস্থাপনায় মিশু


প্রকাশিত: ০৩:২৩ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

ছিলেন বাংলাদেশ মহিলা জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়। এরপরে নাম লেখালেন মডেলিং আর অভিনয়ে। এবার উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন মিশু চৌধুরী। এবারের বিশ্বকাপ ক্রিকেট নিয়ে বৈশাখী টেলিভিশনে একটি বিশ্লেষণধর্মী অনুষ্ঠান উপস্থাপনা করবেন তিনি। অনুষ্ঠানের নাম ‘বিশ্বকাপে বিশ্বমাতে’। আজ থেকে সরাসরি অনুষ্ঠানটি সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে প্রচার হবে বৈশাখী টেলিভিশনে।

অনুষ্ঠানে প্রতিদিনের খেলা নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করবেন জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকারা। প্রথম দিনের অতিথি থাকবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সরাসরি এই অনুষ্ঠানে মুঠোফোনে দর্শকরা প্রশ্ন করারও সুযোগ পাবেন বলে মিশু চৌধুরী জানান। তিনি বলেন, যেহেতু ক্রিকেটার ছিলাম সেহেতু ক্রিকেট নিয়ে অনুষ্ঠানটি সানন্দে উপস্থাপনা করছি। আশা করছি ‘বিশ্বকাপে বিশ্বমাতে’ অনুষ্ঠানটি সবার ভাল লাগবে।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।