নারীর প্রতি সহিংসতা রোধে জোলি


প্রকাশিত: ০২:৫৯ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

নারীর প্রতি সহিংসতা রোধে সোচ্চার হয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি।  নারীর শান্তি ও নিরাপত্তার জন্য নতুন একটি সংগঠন তৈরি করেছেন অস্কারজয়ী এই হলিউড অভিনেত্রী। এই সংগঠনটি যুদ্ধরত অঞ্চলগুলোতে নারীদের প্রতি সহিংসতা নিরসনে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।

পিপল ম্যাগাজিনের খবরে জানা গেছে, ৩৯ বছর বয়সী জোলি নারীদের ওপর নির্যাতন বন্ধের বিষয়টি নিশ্চিত করতে সবাইকে আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, এখনই প্রতিরোধের সময়। তা না হলে নারী নির্যাতন আরো বীভৎস আকার ধারণ করতে পারে। তারই ধারাবাহিকতায় জোলি জনসচেতনতামূলক এই নতুন সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন। এই সংগঠনের সদস্যরা নারীদের প্রতি সহিংসতা রোধের বিষয়টি নিশ্চিত করতে নিরলসভাবে পরিশ্রম করে যাবে। শুধু তা-ই নয়, এই সংগঠনটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আগামী প্রজন্মকেও নারীদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাবে।

এ সম্পর্কে জোলি বলেন, `রণাঙ্গনে ধর্ষণ ও যৌন হয়রানিকে যুদ্ধকৌশল হিসেবে ব্যবহারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার করাই আমাদের মূল লক্ষ্য। তাছাড়া এই সংগঠনের অন্যান্য উদ্দেশ্যের মধ্যে রয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ধর্মীয় মতবিরোধের জের ধরে সংঘটিত যৌন হয়রানি প্রতিরোধ করা।`

সূত্রটি আরো জানিয়েছে, বিশ্বজুড়ে নারীরা বিভিন্নভাবে যৌনদাসীতে পরিণত হচ্ছে। এসব অসহায় নারীকে শিক্ষা ও সম্মানজনক জীবনের নিশ্চয়তা প্রদানে দৃঢ় অঙ্গীকার নিয়ে এই সংগঠনটি কাজ করে যাবে।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।