চিনিগুঁড়া প্রেমে তাহসান-জেনী (ভিডিও)
‘ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প’ ক্যাম্পেইনের অংশ হিসেবে ভালোবাসা দিবসে বাংলাভিশনে প্রচার হবে রিয়াজুল আলম শাওনের গল্প থেকে নাটক চিনিগুঁড়া প্রেম। এটি পরিচালনা করেছেন গোলাম কিবরিয়া ফারুকী।
চিনিগুঁড়া প্রেম নামে এই নাটকে অভিনয় করেছেন তাহসান ও জেনী। এতে দেখা যাবে, চার বছর ধরে চলছে তীরু-আশফাকের ঢিমেতালে প্রেম। এমনি সময় চড়ুই পাখির চঞ্চলতা নিয়ে আশফাকের জীবনে আসে ফারিয়া। আর তারপরই সব ওলটপালট। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনি।
নাটকটি সম্পর্কে তাহসান বলেন, ক্লোজআপ কাছে আসার সাহসী গল্পে অনেক বছর ধরেই অভিনয় করছি। নাটকগুলো বেশ দর্শকপ্রিয়তা পাচ্ছে। এতে অনেক ম্যাসেজও রয়েছে।
এ প্রসঙ্গে জেনী বলেন, ‘তাহসানের সঙ্গে এর আগেও কাজ করা হয়েছে। আশা করি আমাদের চিনিগুঁড়া প্রেমটি দর্শকদের মন্দ লাগবে না।
এমএস/এআরএস