নভেম্বরের প্রথম সপ্তাহে আবার শুরু হচ্ছে হারজিৎ


প্রকাশিত: ০৮:১১ এএম, ২৩ অক্টোবর ২০১৬
ছবি : মাহবুব আলম

‘আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে আবার শুরু হবে ‘হারজিৎ’ ছবির কাজ। এবারের লটের শুটিং হবে এফডিসিতে। সেখানে একটি ফ্লোর সাজিয়ে সেট নির্মাণ করা হবে।’ জাগো নিউজকে জানান ছবির নির্মাতা বদিউল আলম খোকন।

তিনি বলেন, ‘দুই এক দিনের মধ্যেই সেট নির্মাণের জন্য কাজ শুরু করা হবে। আগামীতে টানা ছবির কাজ হবে।’  

টাইগার মিডিয়া প্রযোজিত ‘হারজিৎ’ ছবিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন সজল-মাহি। এছাড়া আরো রয়েছেন ওমর সানি, মৌসুমী, খালেদা আকতার কল্পনা, মিশা সওদাগর প্রমুখ।

গত ২১ সেপ্টেম্বর সকালে রাজধানীর একটি শুটিং হাউজে ঘরোয়া আয়োজনে ছবির মহরত আয়োজন করে শুটিং করা হয়। তারপর টানা কিছুদিন শুটিং করায় ছবির ৫০ শতাংশ কাজ শেষ হয়।

এরপর হুট করেই প্রযোজক-পরিচালকের মন কষাকষিতে ছবির কাজ বন্ধ হয়ে যাচ্ছে। এমনটাই চাউর হয় চলচ্চিত্র পাড়ায়। অনেকেই ধারণা করেছিলেন হয়তো ‘হারজিৎ’ ছবির কাজ একেবারেই বন্ধ হয়ে যাবে।

কিন্তু পরিচালক সেই গুজবকে উড়িয়ে দিয়ে বলেন, ‘এটা বিভ্রান্তি ছড়ানোর গুজব। এর কোনো ভিত্তিই নেই। হারজিৎ তার মতো করেই এগিয়ে যাচ্ছে। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই ছবির কাজ শুরু হবে। এই লটে গান বাদে অন্যান্য দৃশ্যধারণ গুলো শেষ করা হবে।’

এনই/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।