রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে মাছরাঙায় ‘ত্যাগ’


প্রকাশিত: ০৪:২১ এএম, ০৬ আগস্ট ২০১৪

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে তাঁর ছোটগল্প অবলম্বনে নাটক ‘ত্যাগ’। নাটকটি পরিচালনা করেছেন শুভ্র উজ্জ্বল। রাত ৮টায় প্রচারিতব্য নাটকটিতে অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, ইন্তেখাব দিনার, সানজিদা প্রীতি প্রমুখ।

এ ছাড়াও বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে মাছরাঙা টেলিভিশন। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রতিদিনের অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এ অতিথি হিসেবে থাকবেন রবীন্দ্র গবেষক ভূঁইয়া শফিকুল ইসলাম ও রবীন্দ্রসংগীতশিল্পী আশরাফ মাহমুদ। সকাল ৯টায় প্রচারিত হবে জাবেদ ইকবাল তপুর প্রযোজনায় বিশেষ নৃত্যানুষ্ঠান ‘বাদল মেঘে মাদল বাজে’। ১০টায় প্রচারিত হবে অনু নাটক ‘নতুন পুতুল’। ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে জোবায়ের ইকবালের প্রযোজনায় আবৃত্তি অনুষ্ঠান ‘ইতি রবীন্দ্রনাথ’।

দুপুর ১টায় থাকবে কাদেরী কিবরিয়ার একক সংগীতানুষ্ঠান ‘দিনের শেষে ঘুমের দেশে’। দুপুর আড়াইটায় ‘ফেয়ার অ্যান্ড লাভলী সিনেটিউন’-এ থাকবে রবীন্দ্রনাথের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্রের গান। বেলা ৩টায় প্রচারিত হবে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ অবলম্বনে নূরুল আলম আতিকের পরিচালনায় অনু নাটক ‘জীবিত ও মৃত’।

বিকাল ৩টায় থাকবে দুই বাংলার শীর্ষ শিল্পীদের অংশগ্রহণে রবীন্দ্রসংগীতের আয়োজন ‘বাংলা গানের উৎসব’। এতে গান পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাহিম হোসেন চৌধুরী, শামা রহমান, শ্রীকান্ত আচার্য্য, শুভমিতা, জয়তী চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া। রাত ১১টায় রয়েছে রবীন্দ্রনাথের গান ও কবিতার সমন্বয়ে বিশেষ অনুষ্ঠান ‘যদি প্রেম দিলে না প্রাণে’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিন শফিক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।