নতুন বিজ্ঞাপনচিত্রে রিতা
নতুন বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন রাহিমা সুলতানা রিতা। প্রায় পাঁচ বছর ধরে একাধিক বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। বিজ্ঞাপনগুলো এসিআই পিওর গুঁড়া মসলা, সরিষার তেল ও রাইস ব্রান অয়েল।
ফিল্মসপের ব্যানারে বিজ্ঞাপনটির নির্দেশনা দিয়েছেন রেবেকা সুলতানা বিন্তী। সম্প্রতি বিজ্ঞাপনচিত্রটির দৃশ্যধারণ হয় রাজধানীর তেজগাঁওয়ের কোক ফ্যাক্টরিতে।
রিতা বলেন, ‘অনেক বছর পর বিজ্ঞাপনে কাজ করলাম। স্বাস্থ্যবিষয়ক যেকোনো কাজ করতে আমি রাজি। আর আমার মূল লক্ষ্য হলো আমার কাজ দেখে দর্শক যেন উপকৃত হয়।’
বিন্তী বলেন, ‘নির্দেশনায় এটি আমার প্রথম বিজ্ঞাপন। চেষ্টা করেছি ভাল করার। আশা করি দর্শকদের ভাল লাগবে। এখন থেকে নিয়মিত নির্দেশনা দিব।’
এআরএস/আরআইপি