আইরিনের বিদায়!


প্রকাশিত: ০২:০৯ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৫

বিদায় নিলেন জনপ্রিয় মডেল-তারকা আইরিন! না অভিনয় বা মডেলিং থেকে নয়, তিনি বিদায় নিচ্ছেন র‌্যাম্প মডেলিং থেকে। আর এর কারণ হিসেবে তিনি জানালেন, তার এই সিদ্ধান্ত সাম্প্রতিক চলচ্চিত্র ব্যস্ততার কারণে।

আইরিন বললেন, `আমার শুরুটা হয়েছিল র‌্যাম্প মডেলিং এর মধ্য দিয়ে। সেখান থেকেই আজকের আইরিন আমি। তবে গেল বছরখানেক ধরে চলচ্চিত্রে আমি অধিক মনোযোগী হয়ে যাবার কারণে র‌্যাম্পে আগের মত সময় দিতে পারছি না। তাই আমার এই সিদ্ধান্ত। তবে ভালো দু একটা কাজ যে করবো না তা নয়। তবে যদি কোনো সুযোগ পাই তবেই করবো।`

উল্লেখ্য, এই মুহুর্তে চারটি ছবিতে কাজ করছেন তিনি। ছবিগুলো হলো `এক পৃথিবী প্রেম`, `টার্গেট`, `ইউটার্ন` ও `ভালোবাসা প্রেম নয়।`

পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।