ইমন সাহার সুরে নতুন ছবিতে গাইলেন বাবু


প্রকাশিত: ০৭:৫১ এএম, ১৯ অক্টোবর ২০১৬

জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। তিনি অভিনয়ে নিয়মিত হলেও কালেভদ্রে গানও গেয়ে থাকেন। তার গাওয়া অধিকাংশ গানই জনপ্রিয়তা পেয়েছে।

সেই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি নতুন একটি ছবিতে গাইলেন। নাদের চৌধুরী পরিচালিত ছবির নাম ‘মেয়েটি এখন কোথায় যাবে’।

‘আমার মাথায় যত চুল’ এমন কথায় সাজানো জীবনধর্মী এই গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর-সংগীত করেছেন ইমন সাহা।

জাগো নিউজকে বাবু বলেন, ‘গানের কথাগুলো খুব চমৎকার। আর সুর-সংগীতও হয়েছে খুব ভালো। আশা করছি গানটি সকলের কাছে ভালো লাগবে।’

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবির গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করছেন ফজলুর রহমান বাবু। তার চরিত্রের নাম পবন মাঝি। দ্বীপ জেলা ভোলাতে ছবির শুটিং চলছে গত ১২ তারিখ থেকে। আজ বুধবার, (১৯ অক্টোবর) থেকেই ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন বাবু।

কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে নির্মিত হবে ছবিটি। ফজলুর রহমান বাবু ছাড়াও ছবিতে অভিনয় করেছেন জলি, শাহ রিয়াজ, রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশিদ, কাজী শিলা, শামিমা আক্তার বেবী প্রমুখ।

এনই/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।