তাহসানের শুভ জন্মদিন


প্রকাশিত: ০৬:২৮ এএম, ১৮ অক্টোবর ২০১৬

পুরো নাম তাহসান রহমান খান। সংগীতশিল্পী, সুরকার, সংগীত পরিচালক হিসেবেই মিডিয়া ভুবনে তার উত্থান। বর্তমানে অভিনয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন। রোমান্টিক গল্পের নাটক-টেলিফিল্মগুলোতে তাহসানেসর উপস্থিতি মানেই বিশেষ কিছু।

আজ ১৮ অক্টোবর এই জনপ্রিয় তারকার জন্মদিন। জাগো নিউজ পরিবারের পক্ষ থেকে তাহসানকে জন্মদিনের শুভেচ্ছা।

তাহসানের পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের বিক্রমপুর। তাহসান পড়াশোনা করেছেন এ জি চার্চ স্কুলে ও সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ১৯৯৮ সালে নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসায় প্রশাসনে ব্যাচেলর (মার্কেটিং) ও মাস্টার (ফাইন্যান্স) ডিগ্রী লাভ করেন।

২০০৮ সালে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটা কার্লসন স্কুল অব ম্যানেজমেন্টে ব্র্যান্ড ম্যানেজমেন্টের উপর পড়তে যান এবং ২০১০ সালে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রী অর্জন করে দেশে ফিরে আসেন।

তাহসান তার পেশাজীবন শুরু করেন ইউনিলিভারে, ২০০৩ সালের জানুয়ারিতে। সেখানে তিনি ২০০৪ সালের জানুয়ারি পর্যন্ত কর্মরত ছিলেন। ২০০৬ সালের এপ্রিল থেকে ২০০৮ সালের জুন পর্যন্ত ইস্টার্ন ইউনিভার্সিটিতে প্রভাষক পদে কর্মরত ছিলেন। ২০১০ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর রিসার্চ ইন মার্কেটিং এ গবেষণা সহকারি হিসেবে কাজ করেছেন। ২০১০ সালের মে থেকে ২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি ইউনির্ভাসিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ বা ইউল্যাবে শিক্ষকতা করেছেন। ২০১৩ সালের সেপ্টেম্বরে ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে যোগদান করেন তাহসান। গান ও অভিনয়ের ব্যস্ততায় বর্তমানে তিনি শিক্ষকতা ছেড়ে দিয়েছেন।

ব্যক্তি জীবনে ২০০৬ সালের ৩ আগস্ট তাহসান ভালোবেসে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী মিথিলাকে। এরপর ২০১৩ সালের ৩০ এপ্রিল এই তারকা দম্পতির ঘর আলো করে জন্ম নেয় এক কন্যা সন্তান। কন্যার নাম আইরা তাহরিম খান।

গেল বছরে হজ করে এসেছেন তাহসান। বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন দেশের জনপ্রিয় টেলিকমিউনিকেশন গ্রামীনফোনের শুভেচ্ছা দূত হিসেবে।

এনই/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।