কাছের মানুষ অপূর্ব


প্রকাশিত: ০২:৩৩ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৫

সম্প্রতি চয়নিকা চৌধুরীর পরিচালনায় নতুন একটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি জনপ্রিয় অভিনেতা অপূর্ব। ঢাকার অদূরে পুবাইলে শুটিং হওয়া এ নাটকের নাম ‘কাছের মানুষ’। এতে তার সহশিল্পী হিসেবে দেখা যাবে মডেল অভিনেত্রী তানজিন তিশাকে।

নাটকে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, এটি রোমান্টিক ঘরানার নাটক। গল্পটি বেশ সুন্দর। আশা করছি সবার ভাল লাগবে। এদিকে এটি ছাড়াও একই নির্মাতার নির্দেশনায় সম্প্রতি আরও একটি নতুন নাটকের কাজ শেষ করেছেন অপূর্ব। এর নাম ‘টম অ্যান্ড জেরি’।

নাটকের গল্পে দেখা যাবে, একটি মেয়ে অপূর্বকে ভীষণ ভালবাসে। কিন্তু মনের আয়নাতে দেখলেও সে মেয়েটি কখনোই দেখেনি তাকে। একসময় ঘটনাচক্রে মেয়েটি অপূর্ব’র দেখা পায়। এখানেই শুরু হয় টম অ্যান্ড জেরির মূল গল্প। এ নাটকে অপূর্ব’র বিপরীতে অভিনয় করেছেন লাক্সতারকা ও অভিনেত্রী জাকিয়া বারী মম।

এদিকে সাখাওয়াত মানিকের পরিচালনায় ভালবাসা দিবস উপলক্ষে ‘আই মিস ইউ’ নামের একটি খণ্ডনাটকের কাজ শেষ করেছেন অপূর্ব। এর মধ্য দিয়ে জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ’র বিপরীতে তৃতীয়বারের মতো নাটকে অভিনয় করেছেন তিনি। এছাড়া আসছে ভালবাসা দিবস উপলক্ষে আরও কয়েকটি নাটক ও টেলিছবিতে দেখা যাবে অপূর্বকে।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।