সংস্কার চলছে বিএফডিসিতে


প্রকাশিত: ০৮:৩৭ এএম, ১৬ অক্টোবর ২০১৬
ছবি : মনজুরুল আলম

উন্নয়নের ছোঁয়া লেগেছে চলচ্চিত্রের আঁতুড় ঘর খ্যাত চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন এফডিসিতে। রাজধানীর তেজগাঁওস্থ এফডিসির মোট দশটি ভবন ছাড়াও এর প্রশাসনিক ভবনের সংস্কারের চিত্র সরেজমিনে গিয়ে দেখা গেছে।

এই প্রকল্পের জন্য সরকারিভাবে বাজেট এসেছে ৫৮ কোটি ৭ লক্ষ টাকা। সংস্কার তদারকির জন্য এফডিসি কর্তৃপক্ষ টিকাদার নিয়োগ দিয়েছে।  

প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া বলেন, ‘একেবারেই ঢেলে সাজানো হচ্ছে এফডিসি। ভবন নির্মাণ শেষে বিভিন্ন ফ্লোরের উন্নয়নেও কাজ করা হবে। বিএফডিসিকে নান্দনিকভাবে ফুটিয়ে তোলা হবে।’

বর্তমানে প্রশাসিক ভবনের নির্মাণ কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘গেল সেপ্টেম্বর মাস থেকেই ভবনটির সংস্কার কাজ শুরু হয়েছে। আগামী মাসেই আশা করা যাচ্ছে কাজ শেষ হবে।’

তিনি জানালেন, এছাড়াও চলচিত্রের স্বার্থে আরো অনেক উন্নয়নমুখী পরিকল্পনা রয়েছে বিএফডিসি কর্তৃপক্ষ এবং তথ্য মন্ত্রণালয়ের। ধীরে ধীরে সেগুলোও বাস্তবায়ন করা হবে।

এনই/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।