আবারও জুটি বাঁধছেন শ্রদ্ধা-আদিত্য


প্রকাশিত: ০৯:০১ এএম, ০৫ আগস্ট ২০১৪

`আশিকি ২` এর পর আবার দর্শকদের মন জয় করতে ফিরে আসছেন আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর জুটি। `পান সিং টোমার` খ্যাত পরিচালক তিগমাংশু ধুলিয়ার `মিলন টকিস` ছবিতে একসঙ্গে দেখা যেতে পারে।

প্রথমে সিনেমাটিতে ইমরান খান এবং প্রিয়াংকা চোপড়ার অভিনয় করার কথা ছিল। কিন্তু ইমরান ও প্রিয়াংকা দুজনেই নিজেদের ব্যক্তিগত কারণে সিনেমার কাজে রাজি হন না। তারপরে শাহেদ কাপুরকে মুখ্য ভূমিকায় নেওয়ার কথা তিগমাংশু নিজেই জানিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে তা বদলে আদিত্য রায় কাপুর নির্বাচিত হন মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য।

যদিও এই প্রসঙ্গে আদিত্য বা শ্রদ্ধা কেউই মুখ খুলতে রাজি হন নি। আপাতত দুই তারকাই তাঁদের আসন্ন ছবি `দাওয়াত-এ- ইসক` এবং `এনি বডি ক্যান ডান্স ২` নিয়ে খুব ব্যস্ত। সূত্রের মাধ্যমে জানা গেছে, বালাজী মোশন পিকচার্সের প্রযোজনায় এই সিনেমাটি আগামী ২০১৫ সালের শেষের দিকে মুক্তি পেতে পারে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।