তৃতীয় সপ্তাহে আরো ২৪ সিনেমা হলে ‘আয়নাবাজি’


প্রকাশিত: ০৮:১৯ এএম, ১৫ অক্টোবর ২০১৬

মুক্তির তৃতীয় সপ্তাহেও অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ রয়েছে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। সে কারণে চলতি সপ্তাহে দেশব্যাপী আরো ২৪টি হলে নতুন করে  মুক্তি দেওয়া হয়েছে ‘আয়নাবাজি’।  

বর্তমানে সারাদেশে মোট ৪৪টি সিনেমা হলে চলছে ‘আয়নাবাজি’- জানানেল ছবির নির্মাতা অমিতাভ রেজা। তিনি বলেন, ‘আগামীতে হল সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা আছে।’  

গত ৩০ সেপ্টেম্বর রাজধানী ঢাকাসহ ২১ টি সিনেমা হলে মুক্তি পায় ‘আয়নাবাজি’। দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা বাড়ে ৮টি। সবশেষে তৃতীয় সপ্তাহে আরো ২৪টি হলে মুক্তি পায় ‘আয়নাবাজি’।  

এছাড়া দর্শকদের উপচে ভিড় সামলাতে পূজার দশমীর দিন ছাড়াও গেল শুক্রবার রাজধানীর ব্লক বাস্টার সিনেমাসে দিনভর ১১টি শো প্রদর্শিত হয় ‘আয়নাবাজি’। এখনো প্রতিটি শো হাউজ ফুল চলছে বলে জানান নগরীর ব্লক বাস্টার ও বলাকা সিনেমা হল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ‘আয়নাবাজি’ অমিতাভ রেজা পরিচালিত প্রথম ছবি। এখানে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী,  নাবিলা, লুৎফর রহমান জর্জ, গাউসুল আলম শাওন প্রমুখ। কনটেন্ট ম্যাটার লিমিটেড প্রযোজিত এবং হাফ স্টপ ডাউন লিমিটেড নিবেদিত ছবিটির নির্বাহী প্রযোজক এশা ইউসুফ।

এনই/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।