নির্মলেন্দু গুণের আহ্বানে ১ লাখ টাকা দিলেন পরীমনি


প্রকাশিত: ১১:২৬ এএম, ১৩ অক্টোবর ২০১৬

‘কবিতাকুঞ্জের জন্য অর্থ সাহায্য চাই’- শিরোনামে গত ২৫ সেপ্টেম্বর ফেসবুকে স্ট্যাটাস লেখেন কবি নির্মলেন্দু গুণ। সেই স্ট্যাটাস পড়ে কবিকে ফোন দিয়ে ১ লাখ টাকা অর্থ সাহায্য দিতে চেয়েছেন পরীমনি। বিষয়টিতে খুবই খুশি হয়েছেন কবি।

তিনি ফেসবুকে জানান, ‘কবিতাকুঞ্জ নিয়ে আমরা অর্থ সংকটে আছি। তাই কবিতাপ্রেমীদের কাছে সাহায্য চেয়েছি। অনেকেই সাড়া দিয়েছেন। কিন্তু শোবিজে এই প্রথম কেউ কবিতাকুঞ্জকে সাহায্য করতে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে কবিতাপ্রেমী নতুন প্রজন্মের এই অভিনেত্রীর জন্য দোয়া করি। আর কবিতাকুঞ্জও পরীমনির সাফল্য কামনা করে।’

এদিকে পরীমনি জাগো নিউজকে বলেন, ‘কবিতা আমার ভীষণ ভালো লাগে। কবিগুরুর কবিতার প্রতি আমার অন্যরকম দুর্বলতা। এছাড়া আমাদের অনেক কবি আছেন যাদের লেখা মুগ্ধ করে আমাকে। সেই প্রিয় কবিতার পাশে থাকার জন্যই এভাবে এগিয়ে আসা। আমার বিশ্বাস নন্দিত কবি নির্মলেন্দু গুণের স্নেহতলে স্বপ্নের সবটুকু পূর্ণতা নিয়েই কবিতাকুঞ্জ বিকশিত হবে।’

গেল ২৫ সেপ্টেম্বর সেই স্ট্যাটাসে গুণ লেখেন, ‘নেত্রকোনার শহরতলি মালনীতে, মগরা নদী তীরে নির্মাণাধীন কবিতাকুঞ্জের ভবন নির্মাণ সম্পন্নকরণ, বিদ্যুৎ সংযোগ স্থাপন, পানির জন্য সাবমারসিবল পাম্প বসানো, পাঠাগারের জন্য বই কেনা ও বই রাখার জন্য আলমারি এবং বসার জন্য চেয়ার-টেবিল কিনতে কম করেও ৫-৭ লাখ টাকা দরকার হবে। আমার নিজের টাকা শেষ। সামনে কোনো অর্থকরী পুরস্কার পাওয়ার সম্ভাবনা দেখছি না। এমতাবস্থায় আমি আপনাদের কাছে প্রস্তাবিত কবিতাকুঞ্জের জন্য অর্থ সাহায্যের আকুল আবেদন জানাচ্ছি। আমার বিকাশ নম্বরে (০১৯৫৫৩১৪৬৪৫) অর্থ সাহায্য পাঠাতে পারেন।’

কবিতাকুঞ্জের জন্য পরীমনি এক লাখ টাকা দিতে চান উল্লেখ করে নির্মলেন্দু গুণ বলেন, ‘আজ (১৩ অক্টোবর) সকালে পরীমনির সঙ্গে মুঠোফোনে আমার কথা হয়েছে। সে অত্যন্ত বিনয়ের সঙ্গে জানিয়েছে, শুটিং নিয়ে ব্যস্ত থাকার কারণে গতকাল কবিতাকুঞ্জ নিয়ে আমার সঙ্গে কথা বলতে পারেনি। আমার বিকাশ নম্বরে একদিনে ২৫ হাজারের বেশি টাকা পাঠানো যায় না বলে সে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে চায়। সে এক লাখ টাকা দিতে চাইছে। আমি পরীমনিকে আমার ব্যাংক অ্যাকাউন্ট সাম্প্রতিক তথ্য পাঠিয়ে দিয়েছি এবং কবিতাকুঞ্জের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে নির্মাণাধীন কবিতাকুঞ্জের বেশ কিছু ছবি পাঠিয়েছি ওর ম্যাসেজ ইনবক্সে। ধন্যবাদ পরীমনি। আমরাও তোমার পাশে আছি।’

এদিকে পরীর সাহায্য গ্রহণ করার জন্য কবি নির্মলেন্দু গুণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ঢালিউডের মোস্ট গ্ল্যামারাস এই নায়িকা।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।