এবারের গঙ্গা-যমুনা নাট্যোৎসব সৈয়দ হককে উৎসর্গ


প্রকাশিত: ০৮:৪৫ এএম, ১৩ অক্টোবর ২০১৬

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আগামী ২১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে দুই বাংলার নাট্যদলগুলোর অংশগ্রহণে ‘গঙ্গা-যমুনা নাট্যোৎসব’।

সংস্কৃতি মন্ত্রণালয়, ইন্ডিয়া বাংলাদেশ ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির অর্থায়নে এ উৎসব অনুষ্ঠিত হবে। শেষ হবে ৩০ অক্টোবর। আর এবারের আয়োজনটি উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত লেখক সৈয়দ শামসুল হককে।

জানা গেছে, ‘গঙ্গা-যমুনা নাট্যোৎসব’-এ অংশ নিতে আসছেন ভারতের খ্যাতনামা নাট্যব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার ও প্রবীর গুহ।

উৎসবে সৈয়দ হকের লেখা ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘ম্যাকবেথ’ ও ‘ঈর্ষা’ মঞ্চায়িত হবে। নাটক, আবৃত্তি, নৃত্য ও পথনাটকের ৮৫টি দল অংশ নেবে উৎসবে।

নাটক মঞ্চায়নের আগে একাডেমির উন্মুক্ত চত্বরে বিকেল ৫টা থেকে প্রতিদিন দু’জন আবৃত্তিশিল্পী ও দুজন সংগীতশিল্পী তাদের পরিবেশনা উপস্থাপন করবেন।

এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।