৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে ইসরায়েল ও হামাস


প্রকাশিত: ০৫:০২ এএম, ০৫ আগস্ট ২০১৪

মিশরের প্রস্তাব অনুযায়ী গাজায় ৭২ ঘণ্টার একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস উভয় পক্ষ। মঙ্গলবার সকাল থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে জানিয়েছে কর্মকর্তারা।

ইসরায়েল জানাচ্ছে, কোন পূর্বশর্ত ছাড়াই তারা মিশরের প্রস্তাব গ্রহণ করেছে এবং তারা কায়রোতে একটি প্রতিনিধিদল পাঠাবে।

মিশর জানিয়েছে, এই যুদ্ধবিরতি গাজায় সংঘাত অবসান ও একটি স্থায়ী সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

মিশরের মধ্যস্থতাকারী এবং কর্মকর্তারা জানাচ্ছেন, দেশটির প্রস্তাব করা ৭২ ঘণ্টার একটি যুদ্ধবিরতিতে উভয় পক্ষ সম্মত হয়েছে। স্থানীয় সময় সকাল আটটা থেকে আজ মঙ্গলবার এই যুদ্ধবিরতি কার্যকর হবে।

সোমবার দিনভর মিশরে অনুষ্ঠিত শান্তি আলোচনায় অংশ নেয় ফিলিস্তিনের হামাসসহ বিভিন্ন গ্রুপ। ইসরায়েল এর আগে সেখানে কোন প্রতিনিধি পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিল।

মিশরে শান্তি আলোচনায় ফিলিস্তিনের মূল দাবীর মধ্যে রয়েছে গাজা থেকে ইসরায়েলি বাহিনী ও তাদের আরোপ করা অবরোধ প্রত্যাহার, এবং সীমান্তের সংযোগ পয়েন্টগুলো খুলে দিতে হবে।

এর আগে বেশ কয়েকবার যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও, প্রতিবারই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে হামাস ও ইসরায়েল।

সোমবার ইসরায়েল মানবিক কারণে সাত ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। কিন্তু এরপরপরই তারা গাজার উত্তরে একটি শরণার্থী শিবিরে গোলাবর্ষণ শুরু করে। বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।