অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আলোকচিত্রী আরিফ


প্রকাশিত: ০৮:৫৫ এএম, ০৯ অক্টোবর ২০১৬

বেশ কিছুদিন যাবত পেটের পীড়ায় ভুগছিলেন জনপ্রিয় আলোকচিত্রী আরিফ আহমেদ। গত শুক্রবার থেকেই অবস্থা গুরুতর হওয়ায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে এই তরুণ আলোকচিত্রীকে।

পরে সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে। ডাক্তারের পরামর্শে তার এপেন্ডিসাইটিস অপারেশন করা হয়। বর্তমানে সেখানেই ভর্তি আছেন তিনি।

আয়েশা মেমোরিয়ালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আশিষ সেন জানান, ‘আরিফের অবস্থা এখন উন্নতির দিকে। আরো ক’দিন তাকে হাসপাতালে ভর্তি থাকতে হবে। তারপর বাসায় ফিরতে পারবেন। কিন্তু দু’চার মাসে ভারি কোনো কাজ করতে পারবেন না।’

আরিফ জানান, ‘এখন কিছুটা সুস্থ আছি। ভালোভাবে অপারেশন হয়েছে এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। আর অনেকেই আমাকে ফোনে খবর নিচ্ছেন। সবাইকে ধন্যবাদ দোয়া ও ভালোবাসার জন্য।’  

প্রসঙ্গত, আরিফ আহমেদ বাংলাদেশের শোবিজের একজন জনপ্রিয় আলোকচিত্রী। তিনি বর্তমানে দৈনিক জনকণ্ঠের জৈষ্ঠ্য আলোকচিত্রী হিসেবে কর্মরত আছেন। তিনি নানা প্রতিষ্ঠানে ফটোগ্রাফির উপর প্রশিক্ষক হিসেবেও কাজ করে থাকেন।
 
এনই/এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।