নাঈমের চোখে নাদিয়া


প্রকাশিত: ০৮:৫১ এএম, ০৯ অক্টোবর ২০১৬

ছোটপর্দার ব্যস্ততম মুখ এফএস নাঈম। নানামাত্রিক চরিত্রে তার উপস্থিতি পাওয়া যায় নাটক-টেলিফিল্মে। অন্যদিকে টিভি পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া। নাঈম-নাদিয়া দু’জনে ভালোবেসে বিয়ে করেন চলতি বছরের ১৬ জানুয়ারি। তারপর থেকে এই জুটি শোবিজের সর্বত্র আলোচনায়।

তাদের এই হঠাৎ বিয়েতে শোবিজ সংশ্লিষ্ঠ অনেকেই চমকে ওঠেন। এরপর তারা দুজনে মিডিয়াতে নিয়মিত কাজের পাশাপাশি চুটিয়ে সংসারও করছেন। সম্প্রতি নাঈম কথা বললেন জাগো নিউজের বিনোদন বিভাগে। সে আলাপে নাঈম জানালেন তার চোখে নাদিয়া সম্পর্কে।  

নাঈম বলেন, ‘স্ত্রী হিসেবে নাদিয়া খুবই ম্যাচিউর। স্বামী হিসেবে সে আমাকে ভীষণ সম্মান করে। এটা আমার কাছে খুব ভালো লাগে। আমিও স্ত্রী হিসেবে তার প্রাপ্য সম্মান দেওয়ার চেষ্টা করি।’

স্বামী-স্ত্রীর সম্পর্কটা তখনই পূর্ণতা পায় যখন তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তেমনটা বন্ধুত্ব রয়েছে নাঈম-নাদিয়ার মধ্যেও। নাঈমের মতে, ‘নাদিয়া আমাকে অনেক বেশি বিশ্বাস করে। আমি তাকে পুরোপুরি বিশ্বাস করি। বন্ধুর মতো আমরা অনেক কিছুই শেয়ার করি।’

নাঈম আরো বলেন, ‘সত্যি কথা বলতে আমি আমার পারসোনাল সবকিছুই যে নাদিয়ার সঙ্গে শেয়ার করি তা কিন্তু না, কারণ প্রতিটি মানুষের কমবেশি প্রাইভেসি থাকে। সেটা সেই মানুষের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তাই আমি সবকিছু বলি না। যতটুকু স্ত্রী কিংবা বন্ধু হিসেবে শেয়ার করা যায় ততটুকুই বলি।’

একজন অভিনেত্রী হিসেবে নাদিয়াকে কেমন লাগে? নাঈম বললেন, ‘নাদিয়া অভিনেত্রী হিসেবে অনেক সিনসিয়ার। তার অভিনয়ের প্রতি অনেক আগে থেকেই দুর্বলতা আছে আমার। টিভিতে যখন তার নাটক প্রচার হয় আমি সেগুলো সুযোগ পেলে দেখার চেষ্টা করি। যতক্ষণ সে টিভি স্ক্রিনে থাকে, আমি তাকে শুধু মুগ্ধ হয়ে দেখি। একটা চরিত্রের ভিতরে নাদিয়া খুব বেশি সহজেই প্রবেশ করে পারে। এটা অভিনেত্রী হিসেবে ওর (নাদিয়া) সবচেয়ে বড় গুণ। সবমিলিয়ে আমার পছন্দের তালিকায় যে কজন অভিনেত্রী আছেন নাদিয়া তাদের মধ্যে একজন।’

তবে অভিনেত্রী নাদিয়াকে স্বামী হিসেবে নাঈমের একটা পরামর্শ আছে। নাঈমের ভাষ্যমতে, ‘নাদিয়া অনেক কম নাটকে কাজ করে। আমি নিজে প্রায়ই দেখি তার হাতে নাটকে স্ক্রিপ্ট আসলে সে হাসিমুখে ফিরিয়ে দেয়। এটা আমিও করি না। তাই আমার মনে হয় নাদিয়াকে আরো বেশি নাটকে কাজ করা উচিৎ।’

এনই/এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।