২০০ কোটি রুপির ঘরে ‘কিক’


প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ০৪ আগস্ট ২০১৪

চলতি বছরের ২৫ জুলাই মুক্তি পায় সালমানের খানের ‘কিক’ ছবিটি। আর মুক্তির প্রথম দিনই রেকর্ড গড়ে ছবিটি। প্রথম দিন ভারত থেকেই ২৬ কোটি ৪০ লাখ রুপি লুফে নেন দাবাং খানের এই ছবিটি। আর ঈদের পর আবারও এক রেকর্ড গড়লো `কিক`। ইতোমধ্যে বক্স অফিসে ২০০ কোটি রুপির ঘরে ঢুকলো ছবিটি।

গতকাল সোমবার পর্যন্ত ছবিটির আয় ছিল ১৯৭ কোটি রুপি। পাকিস্তানে এখন পর্যন্ত ভারতীয় যেসব ছবি ব্যবসা করেছে তাদের সবাইকে পেছনে ফেলে দেয় ‘কিক’। মূলত ঈদের বাজার ধরাটাই লক্ষ্য ছিল সালমানের। সেই খাতার হিসাবও মিলে গেছে বরাবর। পরপর ৪টি হিট সিনেমা `ওয়ান্টেড`, `বডিগার্ড`, `দাবাং` এবং `এক থা টাইগার` মুক্তি পেয়েছিল ওই সময়ই।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।