রাশিয়ান সংস্কৃতি কেন্দ্রে ১০ ব্যান্ড দলের গান


প্রকাশিত: ১১:১২ এএম, ০৬ অক্টোবর ২০১৬

ঢাকার ধানমন্ডিতে অবস্থিত রাশিয়ান বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি জমজমাট কনসার্ট। যেখানে সংগীত পরিবেশ করবে ১০টি ব্যান্ড দল। তার মধ্যে রয়েছে ইকোস, কার্নিভাল, শার্পনাল মেথড, মেকানিক্স, দা ম্যানেজার, কঙ্কলুশন, শাফল, ইমপ্লিসিট, দা মোর্স কোড এবং ক্র্যাফটস ম্যান ব্যান্ড।

জমজমাট আয়োজনে সাজানো এই কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। কনসার্টের মূল উদ্দেশ্য বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড মিউজিক সিনারিওকে আবার জাগ্রত করে তোলার পাশাপাশি ব্যান্ড সংগীতপ্রেমীদের সরাসরি কনসার্টের প্রতি আগ্রহ সৃষ্টি করা।

সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগীতপ্রেমীদের মনোরঞ্জন পাশাপাশি ব্যান্ডদলগুলোর মধ্য এক ধরনের আন্তরিকতার সম্পর্ক সৃষ্টি করাও এই কনসার্টের আরেকটি উদ্দেশ্য। এটি আয়জনে করছে আয়োজক প্রতিষ্ঠান ভাইরাল স্টেট।

তারা জানায়, ‘বেশ কিছুদিন যাবত নানাবিধ কারণে আমাদের দেশের আন্ডারগ্রাউন্ড মিউজিক সিনারিও নিষ্ক্রিয় আছে। তাই সেই সকল কিছু থেকে নতুন করে আবার আন্ডারগ্রাউন্ড মিউজিক সিনারিওকে জাগ্রত করে তোলার উদ্দেশ্যেই এই কনসার্ট আয়োজন করা হয়েছে।’
    
আগামী ১৪ তারিখে দুপুর ২টা ৩০টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকার রাশিয়ান বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের মিলনায়তে চলবে এই কনসার্ট। অনুষ্ঠানের টিকিট এর মুল্য নির্ধারন করা হয়েছে ২৫০ টাকা করে। অনুষ্ঠানের দিন ভেন্যুতে টিকিট পাওয়া যাবে।

এছাড়াও ফেসবুকে ‘viral state’ ইভেন্ট পেজের মাধ্যমে পাওয়া যাবে কনসার্ট সম্পর্কে সকল তথ্য।

এই কনসার্টের বিষয়ে আরো জানতে আরো বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন এই লিংকে https://www.facebook.com/events/1095764297184233/

এনই/এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।