অসমাপ্ত প্রেমের গল্পে নিঝুম রুবিনা
![অসমাপ্ত প্রেমের গল্পে নিঝুম রুবিনা](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2016October/NIJUM-RUBINA20161006130239.jpg)
নতুন আরো একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ প্রজন্মের সম্ভাবনাময়ী চিত্রনায়িকা নিঝুম রুবিনা। ছবির নাম ‘অসমাপ্ত প্রেমের গল্প’। ছবিটি পরিচালনা করেছেন রাহুল রওশন। সম্প্রতি রাজধানীর নিকেতনে ঘরোয়া পরিসরে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়।
এ প্রসঙ্গে নিঝুম রুবিনা বলেন, ‘ছবিতে আমি গ্রামের এক গরিব ঘরের মেয়ের চরিত্রে অভিনয় করবো। যে বেঁচে থাকার তাগিদে একজন ধনাঢ্য বৃদ্ধকে বিয়ে করে এবং একটি কারণে সেই মেয়েটি তার ভালোবাসার মানুষটিকে খুন করে। আর এই খুনকেই উপজীব্য করে ছবির গল্প ফুটিয়ে তোলা হবে। বাকিটা দর্শকরা ছবিটি দেখলে বুঝতে পারবেন।’
তিনি আরো বলেন, ‘মনের একটি চরিত্রে কাজ করতে যাচ্ছি। আশা করছি এখান থেকে দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো।’
নির্মাতা রাহুল রওশন জানান, চলতি মাসের ১৬ তারিখ থেকে পূবাইলে ছবিটির শুটিং শুরু হবে। তবে নিঝুম রুবিনার নায়ক কে থাকবেন সেটি নিয়ে এখনো কিছু বলতে চাইছেন না এই নির্মাতা। শুধু বললেন, ‘চমক দিয়ে নাম ঘোষণা করতে চাই। তবে অবশ্যই দর্শক নন্দিত কোন অভিনেতা হাজির থাকবেন।’
এ জেড এম জাহাঙ্গীর কবিরের প্রযোজনায় ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করবেন প্রবির মিত্র, রেহানা জলি, মাসুম আজিজ প্রমুখ।
উল্লেখ্য, এটি চিত্রনায়িকা নিঝুম রুবিনার তৃতীয় ছবি। বর্তমানে তিনি কাজ করছেন ‘জান রে’ এবং ‘মেঘ কন্যা’ নামের দু’টি ছবিতে। এবং নির্মাতা রাহুল রওনশের দ্বিতীয় ছবি হতে যাচ্ছে ‘অসমাপ্ত প্রেমের গল্প’।
এনই/আরআইপি