দীর্ঘবিরতির পর চলচ্চিত্রে গাইলেন জেমস


প্রকাশিত: ০১:৪৫ পিএম, ০৪ আগস্ট ২০১৪

দীর্ঘবিরতির পর আবার চলচ্চিত্রে গাইলেন জেমস। নগরবাউল ব্যান্ডের এই রকতারকা এবার বাপ্পা মজুমদারের সুর-সংগীতে একটি গানে কণ্ঠ দিয়েছেন। এটি তৈরি হয়েছে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্ত্বা’ ছবির জন্য।

‘আগুন জ্বেলেও ডুবলাম আমি/দিলাম তাতে ঝাঁপ/ তোমার আমার প্রেম ছিল পুরোটাই পাপ’- এমন কথার গানটি লিখেছেন সোহানী হোসেন। তিনিই ছবিটির কাহিনীকার।

গত ৩ আগস্ট রাতে গানটির রেকর্ডিং হয়েছে বলে জানান পরিচালক কল্লোল। তিনি জানান, পর্দায় গানটির সঙ্গে ঠোঁট মেলাবেন জেমস নিজেই। ‘সত্ত্বা’য় অভিনয় করবেন শাকিব খান, পাওলি দাম ও আহমেদ রুবেল। এ ছবির সব গানের সুর ও সংগীত পরিচালনা করছেন বাপ্পা মজুমদার।

চলচ্চিত্রে জেমসের গাওয়া প্রথম গান মান্না প্রযোজিত-অভিনীত ‘মনের সাথে যুদ্ধ’ ছবির ‘আসবার কালে আসলাম একা’। এর কথা লিখেছিলেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনায় ইমন সাহা। এরপর তিনি ‘মাটির ঠিকানা’ ছবিতেও একটি গান গেয়েছিলেন।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।