বরিশাল বোর্ডে প্রথম দিনে অনুপস্থিতি ১৮৪


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৫

এসএসসি পরীক্ষার প্রথম দিনে বরিশাল বোর্ডে অনুপস্থিতির হার শতকরা দশমিক ২৮ ভাগ। বরিশাল শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, শুক্রবার বাংলা প্রথমপত্র পরীক্ষায় ১৩৩ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলো ৬৫ হাজার ৪১১ জন। এর মধ্যে কেন্দ্রে উপস্থিত পরীক্ষর্থীর সংখ্যা ৬৫ হাজার ৩০৭ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৮৪ জন।

বরিশাল জেলায় ২৩ হাজার ৩০৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার ২৪২ জন। এ জেলায় অনুপস্থিত ৬১ জন। পিরোজপুর জেলায় ৯ হাজার ৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৮ হাজার ৯৭৪ জন অনুপস্থিত ২৯ জন।  ঝালকাঠী জেলায় ৫ হাজার ৯৭২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৫ হাজার ৯৫৮ জন। অনুপস্থিত ১৪ জন। বরগুনা জেলায় মোট পরীক্ষার্থী ৭ হাজার ৭৬ জন উপস্থিত ৭ হাজার ৫৮ জন অনুপস্থিত ১৮জন। পটুয়াখালী জেলায় মোট পরীক্ষার্থী ছিলো ১১ হাজার ২৩২ জন উপস্থিত পরীক্ষার্থী ১১ হাজার ২০৬ জন। অনুপস্থি ২৬ জন।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক বলেন, প্রথম পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। সামনের পরীক্ষাগুলো যেন ছেলেমেয়েরা নির্বিঘ্নে দিতে পারে সেজন্য আমরা সব রাজনৈতিক দলের সহযোগীতা কামনা করি।

এ বছরের চেয়ে গেল বার অনুপস্থিতির হার বেশি ছিলো বলেও দাবী করেন বোর্ড চেয়ারম্যান মু. জিয়াউল হক ।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।