জাহিদ হাসানের জন্মদিন আজ


প্রকাশিত: ০৭:৪৯ এএম, ০৪ অক্টোবর ২০১৬
ছবি : মাহবুব আলম

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। মঞ্চ দিয়ে আবির্ভাব ঘটলেও টিভি নাটকে তিনি প্রায় দীর্ঘ তিন দশক ধরেই জনপ্রিয়তার চূড়ায় অবস্থান করে আছেন। চলচ্চিত্রেও তিনি সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেছেন।

জাহিদ হাসান মানেই সুস্থ বিনোদনের পূর্ণাঙ্গ এক আয়োজন। বলা হয়ে থাকে বোকা বোকা চাহনিতে জাহিদ হাসানের মুচকি হাসি একটা ট্রেড মার্ক। বিনয় তার ব্যক্তিত্বকে দিয়েছে অনন্য উচ্চতা।

বহু নাটক রয়েছে যেখানে জাহিদ হাসানের চরিত্ররা ছাপিয়ে গেছে ব্যক্তি জাহিদ হাসানের নামকে। উল্লেখ করা যায় ‘আজ রবিবার’ নাটকের আনিস চরিত্রটির কথা। পাশাপাশি হৃমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে মতি মিয়া নামটিও জাহিদ হাসানকে ভিন্ন আঙ্গিকে জনপ্রিয়তা দিয়েছিলো।

গুণী এই অভিনেতার আজ ৪৯তম জন্মদিন। দেশ-বিদেশের কোটি ভক্ত ও জাগো নিউজ পরিবারের পক্ষ থেকে জাহিদ হাসানের প্রতি রইল শুভেচ্ছা।

১৯৬৭ সালের ৪ অক্টোবর সিরাজগঞ্জ শহরে জন্ম গ্রহণ করেন জাহিদ হাসান। তার বাবা ইলিয়াস উদ্দিন তালুকদার ছিলেন একজন কাস্টম কর্মকর্তা ও মা হামিদা বেগম ছিলেন একজন গৃহিণী। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে জাহিদ হাসান সবার ছোট। তার ডাক নাম পুলক।

পড়াশোনা ৯০’র দশক থেকে দেশের প্রথম সারির অভিনেতাদের একজন হিসেবে কাজ করছেন জাহিদ হাসান। টেলিভিশনে অভিনয় শুরুর আগে থেকেই মঞ্চ নাটকের সাথে যুক্ত ছিলেন।

১৯৮৬ সালে আবদুল লতিফ বাচ্চুর পরিচালনায় বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার যৌথ প্রযোজনায় ‘বলবান’ ছায়াছবিতে অভিনয় করেন। ১৯৯০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘সমাপ্তি’ অবলম্বনে নির্মিত সমাপ্তি টেলিফিল্মে প্রধান চরিত্রে অভিনয় করেন। এরপর তিনি বিপাশা হায়াত, আফসানা মিমি, শমী কায়সারদের সঙ্গে জুটি বেঁধে অসম্ভব জনপ্রিয়তা লাভ করেন।

তবে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘নক্ষত্রের রাত’, ‘আজ রবিবার’, ‘সবুজ সাথী’ ধারাবাহিকগুলো এবং ‘মন্ত্রী মহদয়ের আগমন’, ‘সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড’, ‘গৃহ সুখ প্রাইভেট লিমিটেড’, ‘ইবলিশ’, ‘নীতু তোমাকে ভালোবাসি’, ‘হাবলংয়ের বাজারে’ ইত্যাদি নাটক তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে আসে।

জাহিদ হাসান বড় পর্দার মৌসুমী, পপি, পূণিমার মতো জনপ্রিয় নায়িকাদের বিপরীতেও বেশ কিছু কাজ করে সাফল্য পেয়েছেন।

এছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয়েও সুনাম কামিয়েছেন। বিশেষ করে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’, ‘আমার আছে জল’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’, মোস্তফা কামাল রাজের ‘প্রজাপতি’ তার অভিনীত অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র।

নাটক এবং চলচ্চিত্রে বিভিন্ন ধারার চরিত্রে অভিনয় করেন জাহিদ হাসান। তবে দর্শকের কাছে তার অন্যান্য চরিত্রগুলোর পাশাপাশি কৌতুক চরিত্রগুলো বেশি ভালো লাগার।

ব্যক্তিজীবনে তিনি ভালোবেসে বিয়ে করেন স্বনামধন্য মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌকে। সেই সংসারে তাদের রয়েছে দুই সন্তান । বড় মেয়ের নাম পুস্পিতা এবং ছেলের নাম পূর্ণ।

বয়সকে বশ করে এখনো তিনি রোমান্টিক নায়ক হয়েও টিভি পর্দায় হাজির হচ্ছেন। নাটক-টেলিছবিতে তার উপস্থিতি মানেই নির্মাতাদের জন্য নির্ভরতা এবং দর্শকের জন্য চমৎকার বিনোদনের নিশ্চয়তা।

চলতি বছরে তিনি দুটি ছবিতে কাজ শুরু করেছেন। তারমধ্যে একটি ইফতেখার চৌধুরী পরিচালিত ‘বিজলী’। পরিচালকের ভাষায় এখানে জাহিদ হাসানের উপস্থিতিতে থাকছে বিশেষ চমক। আর অন্যটি হলো তৌকীর আহমেদের নির্মিতব্য চলচ্চিত্র ‘হালদা’। বর্তমানে তিনি এই ছবির শুটিং করতে চট্টগ্রামের হাট হাজারীতে রয়েছেন।

প্রসঙ্গত, দর্শকপ্রিয় অভিনেতা জাহিদ হাসান সম্প্রতি প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী ব্র্যান্ড ভিশন ইলেকট্রনিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। ভিশনের টেলিভিশন, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ইলেকট্রিক কেটলি, আয়রন, এসি, ব্লেন্ডার ইত্যাদি পণ্যগুলোর প্রচার ও প্রসারের জন্য আগামী পাঁচ বছর কাজ করবেন তিনি। অংশ নিবেন বিজ্ঞাপন ও নানা রকম প্রচারণায়।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।