হিন্দিতে আজ রবিবার বিতর্ক নিয়ে শাওনের স্ট্যাটাস


প্রকাশিত: ১০:২৬ এএম, ০৩ অক্টোবর ২০১৬
ছবি : মাহবুব আলম

চ্যানেল আই সূত্রে গণমাধ্যমে প্রচার হয়েছিলো নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’ নাটকটি হিন্দিতে ডাবিং হচ্ছে। কারণ, এটি ভারতের জনপ্রিয় চ্যানেল ‘স্টার প্লাস’- এর মাধ্যমে বিশ্বের প্রায় ১৫০টি দেশের দর্শকদের জন্য প্রচার করা হবে।

এই খবর শুনে আনন্দিত ছিলেন হুমায়ূন ভক্তরা। প্রিয় লেখক-নাট্যকার ও পরিচালকের সৃষ্টি এবার বিশ্বজনীন হতে যাচ্ছে- এটা যে কোনো ভক্তের জন্যই আনন্দের। হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন নাটকটি হিন্দি ভাষায় ডাবিং করা নিয়ে কিছুটা অস্বস্তি প্রকাশ করলেও ‘আজ রবিবার’ নাটকটি বিশ্বের বিভিন্ন দেশে দেখানো হবে ভেবে আনন্দ প্রকাশ করেছিলেন।

কিন্তু গেল শনিবার রাতে স্টার প্লাসে নাটকটি প্রচারের পর পরই এটি নিয়ে শুরু হয় বিতর্ক! কোনো কিছুর গুরুত্ব না বুঝেই ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ইস্যু তৈরি করতে জুড়ি নেই বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীদের। নতুন করে যেন সেটাই আবার প্রমাণ হয়ে গেল। কেউ একজন মনগড়া তথ্য দিয়ে স্ট্যাটাস দিয়েছেন যে- স্টার প্লাসে হিন্দিতে ডাবিং করা ‘আজ রবিবার’ কেবল বাংলাদেশেই প্রচার হচ্ছে। ভারতে বা অন্য কোথাও এই নাটকটি দেখানো হচ্ছে না। বাংলাদেশি দর্শক টানতে ‘আজ রবিবার’ নাটকটি টোপ হিসেবে ফেলেছে স্টার প্লাস কর্তৃপক্ষ।

কেউ কেউ দাবি করেছেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নাটকটি কেন হিন্দিতে প্রচার করতে হবে বাংলাদেশি দর্শকদের জন্য। তবে কী নতুন কৌশলে বাংলাদেশিদের হিন্দি শেখাতে চাইছে ভারত? ব্যাস! শুরু হয়ে গেল ঝড়।

কিন্তু অনুসন্ধান করে জানা গেল অন্য কথা। নাটকটি কেবল বাংলাদেশি দর্শকদের জন্যই প্রচার হচ্ছে না। তবে ভারতেও প্রচার হচ্ছে না। এটি ভারত ছাড়া এশিয়ার প্রায় সব দেশেই সপ্তাহে শুক্র-শনিবার রাত সাড়ে ১১টায় সম্প্রচার হচ্ছে।

জানা গেছে, ভারতের সব স্যাটেলাইট চ্যানেলই দুটো ফিডে সম্প্রচার হয়। মূলটি ভারত থেকে, অন্যটি সিঙ্গাপুর। সিঙ্গাপুর থেকে যা প্রচার হয়, তা দেশ-মহাদেশভিত্তিক বাছাইকৃত অনুষ্ঠান দিয়ে সাজানো থাকে। সেখানে ভারতের বিজ্ঞাপন এবং অনুষ্ঠান তুলনামূলক কম প্রচার হয়। এবং এসব অনুষ্ঠান ভারতের দর্শক দেখতে পান না। ‘টুডে ইজ সানডে’ সিঙ্গাপুর ফিড থেকে এশিয়া অঞ্চলের অংশ হিসেবে প্রচার হচ্ছে। এবং সেটি বাংলাদেশ কিংবা বাঙালিদের জন্য নয়। স্টার প্লাসের একটি সূত্র বলছে, নাটকটি প্রচারের মূল লক্ষ্য এশিয়ার বিভিন্ন অঞ্চলের প্রবাসী, বিশেষ করে ‘নন রেসিডেন্ট ইন্ডিয়ান (এনআরআই)’ এবং ‘পারসন অব ইন্ডিয়ান অরিজিন (পিআইও)’দের কাছে বাংলাদেশের নন্দিত লেখক-নির্মাতার জনপ্রিয় কাজটি তুলে ধরার জন্যই এই উদ্যোগ।

Shaon

এদিকে এই বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার স্রোতে মুখ খুলেছেন মেহের আফরোজ শাওন। তিনি তার ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, ‘আজ রবিবার বনাম টুডে ইজ সানডে’।  কিছু প্রশ্ন এবং আমি...

বেশ কিছুদিন আগে চ্যানেল আই কর্তৃপক্ষের ফোন- ‘বাংলাদেশের নাটক ভারতীয় চ্যানেলে প্রচার সংক্রান্ত আলোচনায় তারা (স্টার প্লাস) বলেছে আমরা কী তাদের আজ রবিবার নাটকটি দিতে পারি? ভাবি (চ্যানেল আইয়ের প্রায় সবাই আমাকে তা-ই সম্বোধন করে) আমরা ‘আজ রবিবার’ নাটকটি তাদের চ্যানেলে প্রচার করবার সিদ্ধান্ত নিয়েছি’।

(সত্যি বলছি... আমি আনন্দিত হয়েছিলাম, আমার মন কলুষিত নয়;) এবং আমি এখনো নিরানন্দে নেই...)

প্রচারের দিন ঘনিয়ে আসার কাছাকাছি সময়ে সমগ্র প্রচার মাধ্যমের সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রশ্ন- ‘১৫০টির মত দেশে ‘আজ রবিবার’ প্রদর্শিত হবে, আপনার অনুভিতি কি?’

অতিরিক্ত অনুভূতিশীল প্রশ্নে আরও অনুভূতিশীল আমি কিন্তু ১৫০টি দেশের হিন্দি ভাষাভাষী দর্শকের ‘আজ রবিবার’ দেখানোর আনন্দে আনন্দিত উত্তর দেবার পাশাপাশি আমার অস্বস্তির কথাও ব্যক্ত করেছিলাম এই বলে যে- ‘আমি একটু অস্বস্তিতে ভুগছি যে আমার, শীলা আহমেদের কিংবা আলী যাকের, আবুল হায়াতের মত শিল্পীদের মুখে হিন্দি কেমন শোনাবে তাই ভাবছি!’ কোনো নাটক বা ছবি যখন খুব জনপ্রিয়তা পায়, তখন সেটা বিশ্বের অন্যান্য ভাষাতেও অনূদিত হয়ে প্রচারিত হয়। এখানে লজ্জার কিছুতো নেইই, বরং গর্বের অনেক কিছু আছে। বিশ্বের প্রতিটি দেশে একে অর্জন হিসেবেই দেখা হয়। ‘থ্রি ইডিয়টস’ যখন বিশ্বের প্রায় কয়েকশো ভাষায় অনূদিত হয়ে প্রচারিত হয়, তখন নির্মাতা বা আমির খানের জাত যায় না। সুতরাং ‘আজ রবিবার’ হিন্দিতে প্রচার হলে আমাদের জাত যাবে এমনটি ভাবিনি। শুধু ‘ডাবিং ভালো না হলে কি হবে এমন আশঙ্কাই মনটাকে কুড়ে খাচ্ছিল।

প্রচারের কয়েক ঘণ্টা আগে নিশ্চিত হলাম নাটকটি ভারতে দেখানো না হলেও এশিয়ার যে কয়টি দেশে প্রবাসী ভারতীয়রা (এনআরআই- নন রেসিডেন্ট ইন্ডিয়ান) আছেন তারা সবাই দেখতে পারবেন। অর্থাৎ স্টার প্লাসের আন্তর্জাতিক ফিড থেকে বাংলাদেশ ছাড়াও মালয়শিয়া, ইন্দোনেশিয়া, চীন, জাপান, ফিজি, থাইল্যান্ড, উত্তর এবং দক্ষিণ কোরিয়া, ক্যাম্বডিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, মায়ানমার, মধ্যপ্রাচ্যসহ এশিয়ার বেশ কয়েকটি দেশের দর্শকরা দেখতে পাবেন।  না, আমি খুব একটা দুঃখিত বা বিচলিত হইনি। কারণ উপরে উল্লেখিত দেশগুলোতে কয়েক কোটি প্রবাসী ভারতীয় থাকেন যাদের বিনোদনের প্রিয় মাধ্যম স্টার প্লাস। তারাই হিন্দিতে অনূদিত ‘আজ রবিবার’র টার্গেট অডিয়েন্স।

এখন অনেকের প্রশ্ন...
১. ভারতেই যদি প্রচার না হল তা হলে হিন্দিতে ডাবিং কেন..?
আমার উত্তর : ভাইরে এই হিন্দি ভার্সনের টার্গেট অডিয়েন্স কারা একটু আগেই লিখেছি। বাংলাদেশি দর্শকদের জন্য বাংলা নাটকটি তো ডিভিডি এবং ইউটিউবে আছেই। বাংলাদেশিরা স্টার প্লাসে না দেখলেই কি?

২. এটা আবার বাংলাদেশি চ্যানেলে বাংলায়ই তো প্রচার করা যেতো। তা করা হলনা কেন?
আমার উত্তর : বেশ কয়েকবার প্রচার হয়েছে। আপনারা চাইলে আরও অনেকবার হবে।

৩. ছি: ছি: ছি:। স্টার প্লাসের দর্শক বাড়ানোর এবং বাংলাদেশিদের হিন্দি শেখানোর দায়িত্ব নিলো ‘আজ রবিবার’?
আমার উত্তর : ‘আজ রবিবার’ না থাকলে এই সময়ে কেউ স্টার প্লাস দেখতেন না? তাই কি?

৪. ১৫০টি দেশ বলেছিলেন কিন্তু ভারতে নাই, আমেরিকাতে নাই, অস্ট্রেলিয়াতে নাই কেন?
আমার উত্তর : হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। আমার জানার ভুল ছিল। সবার কাছে মুখে মুখে শুনেছিলাম ১৫০টি দেশের কথা। আদতে উপরে উল্লেখিত প্রায় ২০টির মত দেশের বসবাসকারী ভারতীয়রা দেখবেন এই নাটকটি। তবে এই নাটকের দর্শক রেসপন্স ভালো থাকলে স্টার প্লাস তাদের ভারত জোনেও পর্যায়ক্রমে বাংলাদেশের নাটক প্রচার করবে (তথ্যসূত্রঃ চ্যানেল আই)।’

সবশেষে কিছুটা বিরক্তি প্রকাশ করেই শাওন লিখেছেন, ‘আসেন ভাই আমরা আরও ত্যানা প্যাঁচাই......’

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।