সাংবাদিক আওলাদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ


প্রকাশিত: ০৬:৫২ পিএম, ০১ অক্টোবর ২০১৬

প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আওলাদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ রোববার (২ অক্টোবর)। গত বছরের এই দিনে চলচ্চিত্র সাংবাদিকতার অন্যতম পথিকৃত এই মানুষটি ৪৯ বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণে ঝিগাতলার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর আগ পর্যন্ত আওলাদ হোসেন দৈনিক মানব জমিন পত্রিকার বিনোদন বিভাগের জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রোববার বাদ আসর এফডিসির কেন্দ্রীয় মসজিদে এক মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়া আগামী ৫ অক্টোবর তার অনুজ স্নেহভাজন সহকর্মী এবং বিনোদন সাংবাদিকরা এক মিলাদ মাহফিল ও স্মরণ সভার আয়োজন করেছেন।

মরহুম আওলাদ হোসেনের পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করার জন্য সবার কাছে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, আওলাদ হোসেন ২০ বছরের বেশি সময় ধরে বিনোদন সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন। বিশেষ করে চলচ্চিত্র সাংবাদিকতায় তিনি কিংবদন্তিতূল্য। অনেকে তাকে ঢাকাই চলচ্চিত্রের আর্কাইভও বলে থাকেন। তিনি কয়েকটি ম্যাগাজিন এবং দৈনিক পত্রিকায় সুনামের সঙ্গে চাকরি করেছেন। তার অভাব আজও অপূরণীয় বলেই মনে করেন তার অনুজ সাংবাদিক এবং চলচ্চিত্র পাড়ার মানুষেরা।

এলএ/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।