ভারতীয় পোশাকে সানি লিওন


প্রকাশিত: ১১:৩৬ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

সাধারণত খোলামেলা পোশাকেই সানি লিওনকে দেখতে আমার সবাই অভ্যস্ত। তবে এবার আর না। বিকিনি ছেড়ে এবার ভারতীয় পোশাকে আসছেন সাবেক এ পর্ন তারকা।

পরিচালক ববি খান্নার আপকামিং সিনেমা এক পেহেলি লীলা-তে সালোয়ার কামিজে দেখা যাবে বলিউডের এই হটিকে। সম্প্রতি সামনে এসেছে, এই ছবির নায়ক জয় ভানুশালীর সঙ্গে তোলা ভারতীয় নারীর পোশাকে সানির একটি ছবিটি।

সবুজ চুড়িদারে ইন্ডিয়ান বিউটি হয়ে উঠেছে বলিউডের এই বেবিডল। শোনা যাচ্ছে এই ছবিতে তিনটি রোল করতে দেখা যাবে তাঁকে। তবে বেশ কিছুদিন আগে মুক্তি পেয়েছিল এই ছবিতে সানির ফাস্ট লুক। যেখানে পুরনো অবতারে ফ্রেমবন্দি হয়েছেন সানি।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।