মৌসুমী হামিদের ফেসবুক আইডি হ্যাক


প্রকাশিত: ০৭:২৩ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬

লাক্স তারকা মৌসুমী হামিদের নিজস্ব ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে। গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা নাগাদ মৌসুমীর আইডিটি হ্যাকাররা দখল করে নেয়। এতে করে দারুণ বিপাকে পড়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

মৌসুমী বলেন, ‘ফেসবুক আইডি হ্যাক হওয়ায় আমি খুব অস্বস্তিতে আছি। মিডিয়ার সবার সঙ্গে ফেসবুকের মাধ্যমে নিয়মিত যোগাযোগ হতো। কিন্তু এখন আর সেটা পারছিনা।’

তিনি বলেন, ‘যে বা যারা আমার আইডিটি হ্যাক করেছে এটা একেবারেই ঠিক করেনি। কারণ ফেসবুক আইডিটা মানুষের একেবারেই ব্যক্তিগত একটি জিনিস। এভাবে মানুষের ক্ষতি করতে নেই।’

মৌসুমী হামিদের ফেসবুক আইডিতে ফলোয়ার সংখ্যা ছিল ২ লাখ ১০ হাজারেরও বেশি। সকলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যেহেতু ফেসবুকে আমার আইডিটি হ্যাক হয়েছে তাই এই আইডি থেকে কোনো ছবি কিংবা স্ট্যাটাস পোস্ট হলে এর দায় আমার না। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি।’

এনই/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।