সন্তানদের নিয়ে ভাড়া বাড়িতে অ্যাঞ্জেলিনা জোলি


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬

বিচ্ছেদের বিষয়টি ঘোষণা করার পর এবার ছয় সন্তান নিয়ে বাড়ি ছাড়লেন অ্যাঞ্জেলিনা জোলি। একটি মার্কিন পত্রিকার বরাত দিয়ে জানা গেছে, ছয় সন্তান নিয়ে এখন লস অ্যাঞ্জেলেসের একটি ভাড়া বাড়িতে থাকছেন ৪১ বছর বয়সী এই তারকা।

সূত্র বলছে, গেল ২০ সেপ্টেম্বর বিচ্ছেদের মামলা দায়ের করার এক মাস আগেই এই বাড়ি ভাড়া করেছিলেন জোলি। সময় স্বল্পতার কারণে বাড়িটি না দেখেই ভাড়া নিয়ে নিয়েছিলেন জোলি। ব্র্যাডের সঙ্গে বিচ্ছেদের পর সন্তানদের দায়িত্ব তিনি নিজে নেওয়ায় তাদের নিয়েই ভাড়া বাড়িতে উঠে এসেছেন তিনি।

উল্লেখ্য, ব্র্যাড পিটের সাথে দীর্ঘ ১২ বছরের সংসার জীবনের ইতি টানলেন জনপ্রিয় হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। গত ২০ সেপ্টেম্বর স্বামী ব্র্যাড পিটের সাথে বিচ্ছেদের আবেদন করেন অ্যাঞ্জেলিনা জোলি।

আদালতের কাছে আবেদনে জোলি জানিয়েছেন, সন্তানদের তিনি নিজের কাছেই রাখতে চান। ব্র্যাড কেবল মাঝেমধ্যে তাদের সাথে দেখা করার সুযোগ পাবেন। বিচ্ছেদের কারণ হিসেবে জোলি লিখেছেন, সন্তানদের সাথে বাজে আচরণ করেন ব্র্যাড।

এনই/এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।