দর্শক হলে ফেরাতে রাত্রির যাত্রী চলচ্চিত্রের প্রচারণা


প্রকাশিত: ০৬:৫৭ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৬

হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ও প্রযোজিত নতুন চলচ্চিত্র ‘রাত্রির যাত্রী’। ছবিটির প্রচারণায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গেল ২৩ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টা ৩০ মিনিটে রাজধানীর পাট গবেষনা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ মতবিনিয় ও ছবিটির সহযাত্রী বন্ধুদের নিয়ে আড্ডা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এশিয়ান টিভির ব্যবস্থাপনা পরিচালক এমডি মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সহ-সভাপতি সোহানুর রহমান সোহান, পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, নাট্য নির্মাতা ও চিত্রগ্রাহক অ্যালবার্ট খান ও ছবির পরিচালক হাবিবুল ইসলাম হাবিব।

মতবিনিময় সভায় ‘রাত্রির যাত্রী’সহ বাংলাদেশ চলচ্চিত্রাঙ্গনের সুষ্ঠুধারার ছবিগুলোর প্রচারণা ও প্রচারণার স্বার্থে চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণকে নিয়ে কিভাবে চলচ্চিত্রকে দর্শকের কাছে পৌঁছে দেয়া যায় তা নিয়ে আলোচনা করা হয়। সেখানে আরো উপস্থিত ছিলেন ছবিটির সহযাত্রী সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি।

এসময় বক্তারা ‘রাত্রির যাত্রী’কে বাংলাদেশ চলচ্চিত্রাঙ্গনে প্রচারণার দিক থেকে প্রথম ইতিহাস বলে উল্লেখ করেন। তারা চলচ্চিত্র শিল্প ধ্বংসের কারণ ও তা থেকে উত্তরণে ব্যাপক আলোচনা ও মতবিনিময় করেন। এসময় ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে আগত ‘রাত্রির যাত্রী’র সহযাত্রী বন্ধুদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপস্থিত অতিথিরা।

পরিচালক হাবিবুল ইসলাম হাবিব জানান, সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণ করে দেশের মানুষকে হলমুখো করতে এটা আমার প্রয়াস মাত্র। ‘আমার ছবি, আমার দেশ, রাত্রির যাত্রী’র সহযাত্রী বন্ধুরা জয় করবে বাংলাদেশ’ শিরোনামে রাত্রীর যাত্রী ছবিটি দর্শকদের আবার সিনেমা হলে ফিরিয়ে আনবে এটা আমার বিশ্বাস। এর মধ্যই সারাদেশে ‘রাত্রীর যাত্রী’র সহযাত্রী ফোরাম গঠন করেছে দর্শকরা। যা বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনতে এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।’

রাত্রির যাত্রী চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করেছেন প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী। তার বিপরীতে রয়েছেন আনিসুর রহমান মিলন।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।