মাছ ধরতে পছন্দ করেন রিয়াজ


প্রকাশিত: ১০:১০ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৬

চিত্রনায়ক রিয়াজ ভালো অভিনয় করেন এটা সকলের জানা আছে। কিন্তু অনেকেই হয়তো জানেন না জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়ক মাছ ধরতে ভীষণ পছন্দ করেন। রিয়াজ মনে করেন, ‘এটি তার একটি শখ।’

তিনি বলেন, ‘যখনই সময় পাই ঢাকার বাইরে বড়শি নিয়ে বেরিয়ে পড়ি। কোনো এক অজপাড়া গাঁয়ে চলে যাই। এরপর বড়শি দিয়ে পুকুর পাড়ে ঘণ্টার পর ঘণ্টা মাছ ধরতে আমার খুব ভালো লাগে। এটা তো এক সময় নেশার মতো ছিল! প্রায় যেতাম মাছ ধরতে। আর হুমায়ূন আহমেদ স্যার যখন বেঁচে ছিলেন তখন এটা বেশি করতাম। স্যার এবং আমি দু`জনেই বড়শি দিয়ে মাছ ধরতাম।’

মাছ ধরতে যাওয়ার সময় রিয়াজের বেশভূষা থাকে একেবারেই অন্যরকম। এসময় তিনি ফোর কোয়ার্ডার প্যান্ট পরেন সঙ্গে টি-শার্ট, হাতে গ্লাভস, মাথায় ক্যাপ আর চোখে সানগ্লাস থাকে। এছাড়া বড়শির সুতা আর মাছ ধরার টোপ সবকিছুই পরখ করে নেন।

রিয়াজ বলেন, ‘আয়োজন করে মাছ ধরার মজাই আলাদা। এটা আমার কাছে ছোটখাটো একটা উৎসবের মত মনে হয়। সেজন্য মাছ ধরতে যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে বের হই। অনেক সময় পুকুর পাড়ে তাঁবু ফেলে, চেয়ার-টেবিলে পেতে রীতিমত উৎসব মুখর পরিবেশে মাছ ধরি।’

এনই/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।