পাকিস্তানে গাইবেন না কুমার শানু


প্রকাশিত: ০৯:১৩ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৬

আগামী ২৬ সেপ্টেম্বর পাকিস্তানের একটি শহরে গান গাইবার কথা ছিল কণ্ঠশিল্পী কুমার শানুর। সবকিছুই চূড়ান্ত ছিল। হঠাৎ শানু জানান, তিনি পাকিস্তানে গান গাইবেন না। কারণ ১৮ সেপ্টেম্বর ভোরে ভারতের উরিতে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তান সফর বাতিল করেছেন।

কুমার শানু আরো বলেন, ‘আমি দেশ এবং সেনাবাহিনীকে ভালোবাসি ও শ্রদ্ধা করি। সেই কারণেই উরি হামলার পরিপ্রেক্ষিতে ২৬ তারিখের অনুষ্ঠান বাতিল করে দিয়েছি।’

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে জঙ্গি হামলায় ভারতের ১৮ জন সেনা সদস্যের মৃত্যু হয়েছে। এই হামলার পর থেকেই ভারতের বিভিন্ন স্তরের মানুষ প্রতিবাদ জানাচ্ছেন। সেই তালিকায় যুক্ত হল কুমার শানুর নাম।

তিনি বলেছেন, ‘ভবিষ্যতে যাতে এই ধরনের হামলা না হয়, তা নিশ্চিত করার জন্য দেশকে শক্তিশালী করতে হবে।’

এদিকে, শুধু কুমার শানু নয়, এই হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন শাহরুখ খান ছাড়াও বলিউডের অনেক তারকারা।

এনই/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।