বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে পরিবর্তন


প্রকাশিত: ০৭:০১ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৬

চলচ্চিত্র বিপণন ও প্রদর্শনের অনুমতি দেয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। এখানে সম্প্রতি রদবদল এসেছে। জানা গেছে, তথ্যসচিব মরতুজা আহমেদকে চেয়ারম্যান ও মো. জাকির হোসেনকে ভাইস চেয়ারম্যান করে নতুন বোর্ড গঠন করা হয়েছে। এই দুজন আগেও নিজ নিজ পদে অধিষ্ঠিত ছিলেন।  

তবে পরিবর্তনটি এসেছে কমিটির নিম্ন পর্যায়ে। এবার বোর্ডে নতুন সদস্য হিসেবে স্থান পেয়েছেন জাহিদুল হক (কবি), শর্মিলী আহমেদ (অভিনয়শিল্পী), শাবান মাহমুদ (সাংবাদিক)।

এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এসএম হারুন-উর-রশীদ (অতিরিক্ত তথ্য সচিব, চলচ্চিত্র উন্নয়ন), আবু সালেহ শেখ মো. জহিরুল হক (সচিব, আইন মন্ত্রণালয়), আবু হেনা মো. আবদুল মুনিম (অতিরিক্ত সচিব, রাজনৈতিক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়) ও ইহসানুল করিম (প্রধানমন্ত্রীর প্রেস সচিব)।

আছেন চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপক তপন কুমার ঘোষ, কণ্ঠশিল্পী মোহাম্মদ আব্দুল জব্বার, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক নাসিরুদ্দিন দিলু, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার ও চলচ্চিত্র প্রদর্শক ইফতেখারউদ্দিন নওশাদ।

গতবার দায়িত্বে ছিলেন কিন্তু এবার বোর্ডে সদস্য তালিকায় নেই এমন চারজন হলেন- চলচ্চিত্র পরিচালক শাহ আলম কিরণ, সাংবাদিক আবদুর রহমান, ছড়াকার আসলাম সানী এবং চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ড. মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এক বছরের জন্য গঠন করা হয়ে থাকে। ১৫ সদস্যের সেন্সর বোর্ডের মেয়াদ গেল মাসে শেষ হওয়ায় গত ৮ সেপ্টেম্বর পুনর্গঠন করা হয়েছে। সেন্সর বোর্ড পুনগঠিত হওয়ার পর এখন পর্যন্ত কোনো সিনেমা প্রদর্শিত হয়নি বলে জানা গেছে।

নতুন কমিটি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড আরো গতিশীল এবং চলচ্চিত্রের জন্য সাফল্যের হবে প্রত্যাশা চলচ্চিত্রসংশ্লিষ্ট সকলের।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।