শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
শিগগিরই দেশের আইন-শৃংখলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার দুপুরে মন্ত্রনালয়ের তার দপ্তরে সাংবাদিকদের এক ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সন্ত্রাসী তৎপরতার সাথে যারা সরাসরি জড়িত ও তাদের সহযোগীদের সম্পর্কে সরকারের নিকট তথ্য আসতে শুরু করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অপরাধী ও তাদের দোসরদের গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হওয়ায় দেশের আইন-শৃংখলা পরিস্থিতি দ্রুত সরকারের নিয়ন্ত্রণে চলে আসবে।
তিনি আরো বলেন, আসন্ন এসএসসি পরীক্ষা চলাকালে যে কোন প্রকার নাশকতামূলক তৎপরতা ঠেকাতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের দিক-নির্দেশনা অনুযায়ী এসএসসি পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে আইন-শৃংখলা বাহিনী।
আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়া বিগত বিশ্ব ইজতেমা চলাকালে ও আসন্ন এসএসসি পরীক্ষার সময় দেশব্যাপী হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে প্রমাণ করেছেন তার কাছে ধর্ম, দেশ ও দেশের জনগণ মূখ্য নয়। তার কাছে ক্ষমতার আসনে আসীন হওয়াই সব কিছুর আগে।
আরএস/আরআই