অক্টোবরে শুটিংয়ে যাচ্ছে ফেরদৌস-পায়েলের শ্যাওলা


প্রকাশিত: ০৭:০৮ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৬
ছবি : মাহবুব আলম

যুগল নির্মাতা ছাইব বাপ্পী এবং এহসান চৌধুরী পরিচালিত ‘শ্যাওলা’ ছবির নির্মাণ কাজ শুরু হচ্ছে আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে। বর্তমানে পুরোদমে ছবিটি নির্মাণের জন্য প্রি-প্রডাকশনের কাজ চলছে বলে জানান নির্মাতা বাপ্পী।

এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় দুই মুখ ফেরদৌস আহমেদ ও পায়েল মুখার্জিকে।

ছবিটির শুটিং শুরুর বিষয়ে নির্মাতা বাপ্পী বলেন, ‘শ্যাওলা’ ছবির শুটিং হবে গ্রামীণ লোকেশনে। সে কারণে কুমিল্লার শশীদল নামক একটি স্থানে আমরা শুটিং করবো। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে দৃশ্যধারণ। টানা কাজ চলবে মাস জুড়ে।’

শ্যাওলা ছবিটিতে সমাজে একজন নারী যে কত প্রতিকূল পরিস্থিতির শিকার হন সেটি ফুটে উঠবে। একই সঙ্গে পুরুষ শাসিত সমাজে কুসংস্কারের ভয়াবহতা ও সমাজের নানা অসংগতি তুলে ধরা হবে বলে জানালেন নির্মাতা বাপ্পী।

প্রসঙ্গত, গেল ২৪ জুলাই রাজধানীর একটি হোটেলে জমকালো পরিসরে ‘শ্যাওলা’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। মহরতে ছবির নির্মাতা-কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, সিলেট-২ আসনের সাংসদ ইয়াহিয়া চৌধুরী প্রমুখ।

এনই/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।