কণ্ঠশিল্পী রিংকুর বাবা মারা গেছেন


প্রকাশিত: ০৮:৪২ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৬

কণ্ঠশিল্পী রিংকুর বাবা মহসীন আলী মৃধা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ল্যাব এইড হাসপাতালে মারা যান তিনি। ফুসফুস ক্যানসারে ভুগছিলেন মহসীন।

রিংকুর পারিবারিক সূত্র জানায়, দু’ বছর আগে অসুস্থ হয়ে পড়েন মহসীন আলী মৃধা। তখন তার শরীরে টিউমার ধরা পড়ে। দু’মাস আগে চিকিৎসকরা জানান তিনি ক্যানসার আক্রান্ত। সেই অনুযায়ী ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসা শুরু হয় মহসীন আলীর।

এদিকে উন্নত চিকিৎসার জন্য বাবাকে ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনাও করেছিলেন রিংকু। কিন্তু শেষ রক্ষা হলো না। বৃহস্পতিবার রিংকুর বাবার লাশ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি নওগার আত্রাই উপজেলার সমসপাড়া গ্রামে। সেখানে পারিবারিক কবরস্থানে শুক্রবার সকালে তার  লাশ দাফন করা হয়।

বাবার আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা রিংকু।

এনই/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।