দেশের জন্য দুই ভাইয়ের গান


প্রকাশিত: ০৭:৫২ এএম, ৩১ জানুয়ারি ২০১৫

বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ জোগাতে `আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০১৫` সামনে রেখে একটি গানে কণ্ঠ দিলেন প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর দুই ছেলে প্রতীক হাসান ও প্রীতম হাসান। এবারই প্রথম একসঙ্গে কোনো গানে কণ্ঠ দিলেন তারা।

`আগে বাড়ে বাংলাদেশ, দাও গর্জন আরেকবার`-এমন কথায় গানটি লিখেছেন মেহেদী হাসান লিমন। সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। সম্প্রতি গানটির রেকর্ডিং হয়েছে। এ প্রসঙ্গে প্রতীক বলেন, `বাংলাদেশ দলকে উৎসাহ জোগাতেই আমাদের এই গান।`

প্রীতম বলেন, `ভাইয়াকে নিয়ে এমন একটি গান করতে পেরে খুব ভালো লাগছে। গানটির কথা, সুর-সংগীত সব কিছুতে ক্রিকেটের আবহ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।