শোক বইয়ে ৩ হাজার বাণী
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকাের মৃত্যুতে তার স্মরণে বিএনপির গুলশান কার্যালয়ের মুল ফটকের সামনে রাখা শোক বইয়ে প্রায় ৩ হাজার লোক শোক বাণী লিখেছেন। রোববার দুপুরে সর্বসাধারণের জন্য বইটি উন্মুক্ত করা হয়েছিল।
সোমবার সন্ধ্যায় সরেজমিনে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে শোক প্রকাশ করতে আসা দলীয় নেতা-কর্মীরা ছাড়াও সাধারণ জনগণ শোক বইয়ে স্বাক্ষর করছেন। একই সাথে প্রিয় মানুষটির জন্য মনের হাজারও কথা লিপিবদ্ধ করেছে শোক বইটিতে।
শোক বইয়ে দেখা গেছে, বিএনপি কর্মীরা লিখেছেন: ‘বাংলার চোখের মনি তুমি, তোমার অকাল মৃত্যুতে বাংলার ১৬ কোটি মানুষ শোকাহত, কোকো তুমি চলে গেলেও তোমার স্মৃতি চলে যায়নি, আল্লাহ তুমি আরাফাত রহমান কোকোকে বেহেস্ত নছিব করো, তোমার মৃত্যুতে আমি শোকাহত-তুমি চলে যাওয়াতে জাতিও আজ শোকাহত, আরাফাত রহমান কোকোর মৃত্যুতে আমি শোকাহত, বাংলার ক্রিকেটে রেখেছো বিশাল অবদান- যার জন্য জাতি তোমাকে করবে অনেক সম্মান, এরকম হাজারো কথা লিপিবদ্ধ করা হয়েছে শোক বইটিতে।
গুলশান অফিস সূত্রে জানা গেছে, পরবর্তীতে এই শোক বইটি যত্ন সহকারে সংরক্ষণ করা হবে। কোকের দাফনের আগ পর্যন্ত শোক বইটি জনসাধারণের জন্য উন্মােক্ত থাকতে পারে বলে জানিয়েছে সূত্রটি।
গত শনিবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় মালয়েশিয়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছানোর কথা রয়েছে আরাফাত রহমান কোকাের মরদেহ।
-এমএম/আরএস