খালেদা জিয়া আলোচনার পথ বন্ধ করে দিয়েছেন : সুরঞ্জিত


প্রকাশিত: ১১:১১ এএম, ২৬ জানুয়ারি ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সঙ্গে বেগম খালেদা জিয়া দেখা না করে আলোচনার পথও বন্ধ করে দিয়েছেন বল মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। সোমবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিউশন মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, বেগম জিয়া প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত না করে শুধু আলোচনার পথ বন্ধই করেননি। আলোচনার দরজায় তালা লাগিয়ে দিয়েছে।

বিএনপি-জামায়াত জোটের অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করে মানুষ হত্যার জবাবে সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, হিংস্রতার সঙ্গে শান্তির সহাবস্থান হয় না। দেশ বিরোধীদের সঙ্গে দেশ প্রেমীদের সমঝোতা হয় না। অবরোধের নামে মানুষ হত্যা আর মেনে নেওয়া যায় না।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ঐক্যবদ্ধ হতে মানুষের মধ্যে আর কোনো সংশয় নেই। তাই আপনি হরতাল অবরোধ তুলে নেন। মানুষ হত্যার রাজনীতি বন্ধ করুন।

বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা লীগের মহাসচিব ডা. খন্দকার ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় সাম্যবাদী দলের নগর সম্পাদক হারুন চৌধুরী,আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির মিজি, নৌকা সমর্থক গোষ্ঠীর সহ-সভাপতি রেজাউল কবির রেজা প্রমুখ বক্তব্য রাখেন।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।