প্রচারে আসছে পিআর প্রোডাকশনের দীর্ঘ ধারাবাহিক আস্থা


প্রকাশিত: ১১:৪২ এএম, ২৭ আগস্ট ২০১৬

বৈচিত্রময় গল্প আর নির্মাণের মুন্সিয়ানায় ছোট পর্দার দর্শকদের বিনোদন দিতে বরাবরই নিবেদিত পিআর প্রোডাকশন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠানটি নির্মাণ করেছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘আস্থা’।

এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় এই নাটকটির প্রচার শুরু হচ্ছে আজ শনিবার (২৭ আগস্ট) থেকে। প্রতি সপ্তাহের শনি ও রোববার রাত ৮টা ১৫ মিনিটে বেসরকারি চ্যানেল এনটিভিতে প্রচার হবে এই নাটক। এখানে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কুসুম শিকদার, সাজু খাদেম, উর্মিলা শ্রাবন্তী কর, সাবিলা নূর, ইরফান সাজ্জাদ, শ্যামল মাওলা, শামীমা নাজনীন, আল মুনসুর, নুসরাত ডায়না, আব্দুল্লাহ রানা, খালেকুজ্জামান, শেলি আহসান,আর আই রবিন. আখি আফরোজ,তুহিন,অপু প্রমুখ।

pr

সমকালীন ভাবনায় নির্মিত হয়েছে ধারাবাহিক ‘আস্থা’। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘বর্তমানে বিশ্বজুড়ে আস্থার বড় সংকট। কেউ কাউকে বিশ্বাস করতে চায় না। কেউ কারো উপর ভরসা রাখতে পারেন না। পরিবার, বন্ধু, কর্মস্থল- সবখানেই বিশ্বাসের অভাব। এজন্য প্রতিনিয়ত মার খাচ্ছে আমাদের ভালোবাসা, প্রতারিত হচ্ছে সম্পর্কগুলো। ভাঙছে সংসার, কাছে থাকার টান। একথা তো সত্য যে জীবন চলার পথে  কারোর না কারোর ওপর আস্থা রাখতেই হবে। না হয়ত সবকিছু থেমে যাবে। জীবন তো থেমে থাকবে না। চলবে তার স্বাভাবিক প্রক্রিয়ায়। কিন্তু অনাস্থা সে জায়গটাতে দেয়াল হয়ে দাড়িয়ে আছে। আর ‘আস্থা’ নাটকটির কাজই হচ্ছে সেই দেয়ালটা ভেঙ্গে আস্থা ফিরিয়ে দেয়ার। কারণ মানুষ মহত্তম সম্ভাবনার অধিকারী। মানুষই পারে সকল বাধা বিপত্তি পেরিয়ে ফিরে আসতে। এমনই গল্প দেখতে পাবেন দর্শক এই ধারাবাহিকটিতে।’

pr

তিনি আরো বলেন, ‘বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় কিছু মুখ নিয়ে আমরা নাটকটির কাজ করছি। ভবিষ্যতে এখানে আরো অনেক তারকা যুক্ত হবেন। আশা করছি একঘেয়েমি গল্পের বাজারে দর্শক ‘আস্থা’ নাটকটি দেখে দেশীয় নাটকের প্রতি নতুন করে আস্থা ফিরে পাবেন।’

এদিকে এই নাটকে অভিনয় করা প্রসঙ্গে উর্মিলা শ্রাবন্তী কর বলেন, ‘বেশ সময়োপযোগী একটি গল্প ‘আস্থা’। বিনোদনের পাশাপাশি এখানে সামাজিক অবক্ষয়, সম্পর্কের প্রতি দায়িত্ববোধ, একে অপরের প্রতি বিশ্বাসের নান্দনিক উপস্থাপন দেখা যাবে। ভালো লাগবে নাটকটি সবার এই প্রত্যাশা নিয়েই কাজ করছি।’

pr

স্বনামধন্য নির্মাতা এজাজ মুন্না জানালেন, ধারাবাহিক ‘আস্থা’ মোট ১০৪ পর্বে নির্মিত হবে। রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ হয়েছে। আগামীকাল রোববার (২৮ আগস্ট) শেষ হচ্ছে নাটকটির প্রথম লটের শুটিং। ঈদের পর আবার দ্বিতীয় লটের কাজ শুরু হবে।

এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।