সন্ত্রাসীরা পরাজিত হবেই: স্বাস্থ্যমন্ত্রী
যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, চোরাগুপ্তা হামলা চালিয়ে সরকারকে দুর্বল করা যাবে না। ইতোমধ্যে এধরণের নাশকতা বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। সন্ত্রাসীরা পরাজিত হবেই।
শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধ মানুষদের দেখে ফেরার পথে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিভিন্ন স্থানে দুর্বৃত্তদের হামলায় দগ্ধদের দেখতে গিয়ে হাসপাতালে ৩০ মিনিটের মতো অবস্থান করেন স্বাস্থ্যমন্ত্রী। আগুনে দগ্ধ রোগীদের চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রী সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।
তিনি বলেন, ‘অগ্নিদগ্ধ মানুষের চিকিৎসার জন্য আলাদা একটি টিম গঠন করা হয়েছে। একটি মনিটরিং সেলও গঠন করা হয়েছে। দগ্ধদের জন্য একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছে।
রোগীদের যাতে ইনফেকশন না সেজন্য মন্ত্রী-এমপিদের হাসপাতাল পরিদর্শনে না আসার পরামর্শ দিয়ে বলেন, শুধুমাত্র দুপুর ১২টার সময় অল্প সময়ের জন্য আত্মীয়স্বজনরা রোগীর সঙ্গে দেখা করতে পারবেন।
তিনি বলেন, পৃথিবীর সব দেশেই এ ধরণের দুর্বৃত্তায়ন আছে। তাদের কাজেই হলো শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করা।
সাধারাণ মানুষ আবারও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতিহিংসার শিকার হচ্ছে উল্লেখ করে নাসিম বলেন, এ অবস্থা আর চলতে দেয়া যায় না। খুব শিগগিরই সন্ত্রাসীরা পরাজিত হবে। পরাজিত তাদেরকে হতেই হবে।’
বার্ন অ্যাণ্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সাবেক প্রকল্প পরিচালক ও বর্তমান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, বিএনপির ডাকা অবরোধ ও হরতালে এ পর্যন্ত ৭৮ জন অগ্নিদগ্ধ হয়েছেন। এদের মধ্যে পাঁচজন মারা গেছেন। ১৪ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
শুক্রবার রাতে যাত্রাবাড়ীর ঘটনাসহ এখন পর্যন্ত ৫২ জন ভর্তি আছেন। এর মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
জেইউ/এআরএস